Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে

Last Updated:

ভারতীয় সময় রবিবার রাত দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে আগুন ধরে যায়৷

দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যায়৷
দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যায়৷
সৌদি আরবের মদিনায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷ জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে ওই বাসটি মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়৷ যার জেরে বহু বাসযাত্রীর মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে অন্তত ৪২ জন ভারতীয় রয়েছেন বলে খবর৷
ভারতীয় সময় রবিবার রাত দেড়টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে আগুন ধরে যায়৷ ফলে ঘুমন্ত অবস্থাতেই জীবন্ত দগ্ধ হন অধিকাংশ যাত্রী৷
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃত ভারতীয় তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা৷ মৃতদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছেন৷
advertisement
দুর্ঘটনার পর সারারাত ধরেই উদ্ধারকাজ চলে৷ স্থানীয় বাসিন্দারাও দুর্ঘটনায় গুরুতর আহতদের সাহায্যে এগিয়ে যান৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাস্থলেই অন্তত ৪০ জন যাত্রীর মৃত্যু হয়৷ যদিও হতাহতের সংখ্যা নিয়ে এখনও কোনও সরকারি বিবৃতি জানা যায়নি৷
advertisement
হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, হায়দ্রাবাদের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন৷ সৌদি আরবে ভারতীয় কর্তৃপক্ষকেও ওই বাসে থাকা যাত্রীদের তালিকা পাঠিয়েছেন৷ পরে জেড্ডার ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কিত তথ্য এবং মৃত ও আহতদের পরিবারের সহায়তায় চব্বিশ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে৷ চালু হয়েছে একটি হেল্পলাইন নম্বর৷ সেটি হল ৮০০২৪৪০০০৩৷
advertisement
ওয়াইসি জানিয়েছেন, ৪২ জন তীর্থযাত্রী বাসে করে মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন৷ রিয়াধের ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু মাথেন জর্জের সঙ্গে কথা বলেছি৷ তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি গোটা ঘটনা সম্পর্কে খোঁজ নিচ্ছেন৷ নিহতদের দেহ ফেরানোর ব্যবস্থা করা এবং আহতদের যথাযথ চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ করেছেন হায়দ্রাবাদের সাংসদ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement