Mukul Roy : Y+ থেকে Z, রাতারাতি বদলে গেল মুকুলের নিরাপত্তা বলয়!

Last Updated:

শুভেন্দু অধিকারী পাচ্ছিলেন গেরুয়া শিবিরে পা রেখেই। এবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের ঠিক আগেই মুকুল রায়ের নিরাপত্তা বাড়াল কেন্দ্র।

#কলকাতা : ভোটের মুখে দ্রুত বদলাচ্ছে সমীকরণ। শুভেন্দু অধিকারী পাচ্ছিলেন গেরুয়া শিবিরে পা রেখেই । এবার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের ঠিক আগেই মুকুল রায়ের নিরাপত্তা বাড়াল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নিরাপত্তা বাড়িয়ে তাঁকেও এবার থেকে Z শ্রেণির নিরপত্তা দেবে কেন্দ্র। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত Y প্লাস শ্রেণির নিরাপত্তা পেতেন মুকুল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাঠানো চিঠির নির্দেশ অনুসারে বৃহস্পতিবার থেকেই জেড শ্রেণির নিরাপত্তা পাবেন মুকুল। বিজেপি সূত্রের খবর, ২০ বছর পর বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামতে চলেছেন মুকুল রায়। কৃষ্ণনগর দক্ষিণ থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। সূত্রের খবর, প্রচারে মুকুল রায়ের ওপর হামলার আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। আর সেই কারণেই বাড়ানো হচ্ছে তাঁর নিরাপত্তা।
advertisement
বিজেপিতে যোগদানের পর কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়া কার্যত রীতিতে পরিণত হয়েছে। বিজেপিতে যোগদান করেই ছোট – বড় – মাঝারি নেতারা আধাসামরিক বাহিনীর নিরাপত্তা পেয়েছেন। বিজেপিতে যোগ দিয়েই জেড শ্রেণির নিরাপত্তা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী।
advertisement
উল্লেখ্য, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শুরু হতে চলেছে আগামী ২৭ মার্চ। এই পর্বে ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে। আট দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতে চলেছে আগামী ২৯ এপ্রিল। ২ মে ঘোষিত হবে নির্বাচনের ফলাফল। নির্বাচন ঘিরে অশান্তি এড়াতেই পশ্চিমবঙ্গে আট দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukul Roy : Y+ থেকে Z, রাতারাতি বদলে গেল মুকুলের নিরাপত্তা বলয়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement