গরু বের করতে গিয়ে সব শেষ! হুড়মুড়িয়ে বৃদ্ধের উপর পড়ল...! মর্মান্তিক ঘটনা পুরুলিয়ায়

Last Updated:

এদিন সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে ঘটে দুর্ঘটনা

দেওয়াল চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
দেওয়াল চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
মাকড়কেন্দি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ টানা বর্ষণের ফলে জলমগ্ন পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত। জল জমে বহু জায়গা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে মাটির বাড়িগুলি। এবার প্রবল বর্ষণের জেরে গোয়াল ঘরের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের ভালুভাষা অঞ্চলের মাকড়কেন্দি গ্রামে। মৃতের নাম মঞ্জুড়া মাহাতো। বয়স আনুমানিক ৬৫ বছর। ‌
বৃহস্পতিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় জেলায়। এই বৃষ্টিতে ওই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের দেওয়ালে দেখা যায় ফাটল। শুক্রবার সকালে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে গোয়াল ঘরের মাটির দেওয়াল পড়ে যায় তাঁর উপর। দেওয়াল চাপা পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মঞ্জুড়া মাহাতোর।
advertisement
আরও পড়ুনঃ ঘুচবে উপার্জনের চিন্তা! পরিযায়ী শ্রমিকদের এবার দেওয়া হল…! খুশি সকলে
এই বিষয়ে আত্মীয় ভদ্রলোচন মাহাতো বলেন, তাঁর কাকা গোয়াল থেকে গরু বের করছিলেন। সেই সময় মাটির দেওয়াল চাপা পড়েন। কোনও রকমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাঁর কাকাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তাঁরা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত বছরগুলির তুলনায় এই বছর সর্বত্র বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি। পুরুলিয়া জেলায় ব্যাপকহারে বৃষ্টি হতে দেখা গিয়েছে। এর ফলে মাটির বাড়িগুলিতে মাঝেমধ্যেই ধস নামতে দেখা যাচ্ছে। ‌ঘটছে একের পর এক দুর্ঘটনা। মানবাজারেও মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক পরিণতি হল বৃদ্ধের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ‌
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরু বের করতে গিয়ে সব শেষ! হুড়মুড়িয়ে বৃদ্ধের উপর পড়ল...! মর্মান্তিক ঘটনা পুরুলিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement