West Bardhaman News: ২২ গজে দেখালেন নিজের দাপট, হাঁকালেন বড় বড় ছক্কা! মাঠে নেমে ম্যাজিক দেখালেন কীর্তি
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: ক্রিকেট জীবন থেকে অবসর নিয়ে পা রেখেছেন রাজনৈতিক জীবনে। কিন্তু ২২ গজের তিনি এখনও ম্যাজিক দেখাতে পারেন, তারই প্রমাণ পাওয়া গেল আবার। দুর্গাপুরে মাঠে নেমে বড় বড় ছক্কা হাঁকালেন সাংসদ কীর্তি আজাদ।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: তিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন সদস্য। আন্তর্জাতিক মঞ্চে ২২ গজে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন একাধিকবার। ক্রিকেট জীবন থেকে অবসর নিয়ে পা রেখেছেন রাজনৈতিক জীবনে। কিন্তু ২২ গজের তিনি এখনও ম্যাজিক দেখাতে পারেন, তারই প্রমাণ পাওয়া গেল আবার। দুর্গাপুরে মাঠে নেমে বড় বড় ছক্কা হাঁকালেন সাংসদ কীর্তি আজাদ।
দুর্গাপুর ব্রাদার্স কাপ টুর্নামেন্টে হাজির হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। অনুষ্ঠানে হাজির হয়ে তিনি ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। খেলতে নেমে তিনি বোলারদের পাঠান বাউন্ডারির বাইরে। যা রীতিমত অবাক করে দিয়েছে খেলতে নামা খেলোয়াড় থেকে শুরু করে উদ্যোক্তা সকলকে। আবার টুর্নামেন্টে অংশ নেওয়া সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করেছেন তিনি।
advertisement
অনুষ্ঠানে এসে নিজের ক্রিকেট জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন সাংসদ। সেই সময়কালে তাদের মাঠে নেমে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেই বিষয়গুলিও তিনি তুলে ধরেছেন। অন্যদিকে বর্তমান ক্রিকেট কোন দিকে এগিয়ে যাচ্ছে, সেই বিষয়টিও তার কথায় উঠে এসেছে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, “হার-জিত খেলার অংশ। কিন্তু মাঠের চ্যালেঞ্জ খেলোয়াড়রা কিভাবে মোকাবিলা করলেন, কিভাবে তারা চেষ্টা করলেন, দর্শকরা সেটাই মনে রাখেন”।
advertisement
advertisement
অংশগ্রহণ করা সমস্ত খেলোয়াড়দের উৎসাহিত করেছেন বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন ক্রিকেটার। বর্ধমান – দুর্গাপুরের সাংসদ বিশেষ মন্ত্র দিয়েছেন তাদের। মাঠে লড়াই করতে নেমে কি কি মনে রাখা উচিত, কোন পথে লড়াই চালাতে হয়, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কেও তাদের পরামর্শ দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদকে এত কাছে অন্যরূপে পেয়ে খুশি খেলোয়াড়রা। কীর্তি আজাদকে এমন রূপে দেখে অবাক হয়েছেন উদ্যোক্তারা। আবার ২২ গজে সাংসদকে পাওয়া গিয়েছে তার নিজের পুরানো রূপে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2024 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: ২২ গজে দেখালেন নিজের দাপট, হাঁকালেন বড় বড় ছক্কা! মাঠে নেমে ম্যাজিক দেখালেন কীর্তি