Mountaineers : হিমাচলপ্রদেশ ও লাদাখের সীমান্তে পর্বতশৃঙ্গ জয় বাংলার চার পর্বতারোহীর
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন (HDMTA) এর মুকুটে নতুন পালক
হাওড়া : হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন (HDMTA) এর মুকুটে নতুন পালক | হিমাচলপ্রদেশ ও লাদাখের সীমান্তে অবস্থিত সিংকুন ওয়েস্ট পর্বতমালার শিঙ্গো-লা (Shingo-la) অঞ্চলের একটি ৬০৩৫ মিটার উচ্চতার একটি অনামী পর্বতশৃঙ্গ জয় করল বাংলার চার পর্বতারোহী | এভারেস্টজয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের চার জনের একটি দল করলেন অসাধ্যসাধন |
অসাধ্যসাধন কেন ? উঠছে প্রশ্ন | আসলে যে কোনও পর্বত অভিযানই কঠিন লড়াই হয় | এ ক্ষেত্রে এই শৃঙ্গটিতে এর আগে কেউ পৌঁছতে পারেননি, ফলে কোন রাস্তা দিয়ে শৃঙ্গ জয় করা যাবে, তার আগে থেকে কোন রূপরেখা ছিল না | ফলে একেবারেই নতুন রাস্তা বানিয়ে শৃঙ্গ জয় অনেকটাই কঠিন | তার মধ্যে শৃঙ্গ জয়ের দিন আবহাওয়া অনেকটাই খারাপ হয়ে যাওয়ায় বড় দুর্ঘটনার কবল থেকে নিজেদের বাঁচিয়ে ফেরাও কঠিন পরীক্ষা |
advertisement
গত তিন তারিখ চার জনের একটি দল ও হাই অল্টিচিউড পোর্টার( HAP) বিশাল ঠাকুর সকাল ১০ টা নাগাদ শৃঙ্গচূড়ায় পা রাখেন | দুই তারিখ গভীর রাতেই শুরু হয় সামিট পুশ | অ্যাডভান্স বেসক্যাম্প থেকে শৃঙ্গ জয়ের উদ্দেশে রওনা দিয়েছিল দলটি | এর পর দীর্ঘ কয়েক ঘণ্টার চড়াই অতিক্রম করে পৌঁছে যাওয়া শৃঙ্গ চূড়ায় | এতো পর্যন্ত সব ঠিক ছিল বলে জানান দলের অধিনায়ক মলয়বাবু ৷ তিনি বলেন শৃঙ্গ জয় করে সেখানে ক্লাবের ও ভারতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি মোহনবাগানের পতাকা উত্তোলন করে নীচে নামার সময় ৪৫ পর শুরু হয় প্রবল তুষারপাত, সারাদিন ধরে চলে তুষারপাত |
advertisement
advertisement
একটা সময় দৃশ্যমান্যতা এতটাই কম হয়ে যাচ্ছিল দু হাত দূরের সদস্যকেও দেখা যাচ্ছিল না | মলয়বাবু বলেন, ‘‘বিগত ২৩ বছরে অংশ নেওয়া ত্রিশটিরও বেশি অভিযানে এত খারাপ আবহাওয়ার মধ্যে কখনও সম্মুখীন হইনি ।’’ সদস্যরা যে শারীরিক ও মানসিক চাপের মধ্যে নিজেদের শান্ত রেখে শৃঙ্গ আরোহণ সম্পন্ন করে সুস্থ ভাবে নেমে আসেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় বলে জানান দলের ম্যানেজারে কিরণ মুখোপাধ্যায় |
advertisement
তাঁর দাবি, এই আরোহণ শুধু মাত্র নিজেদের নয়, সকল পশ্চিমবঙ্গের পর্বতারোহণকে অনেকটাই দিশা দেখাবে | কারণ রাজ্যের এই চারজনের তৈরি করা পথ এ বার রাজ্য দেশ বা বিদেশের পর্বতারোহীরা অনুসরণ করবে এই শৃঙ্গটিকে জয় করার লক্ষ্যে |
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2021 1:54 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mountaineers : হিমাচলপ্রদেশ ও লাদাখের সীমান্তে পর্বতশৃঙ্গ জয় বাংলার চার পর্বতারোহীর