Mountaineers : হিমাচলপ্রদেশ ও লাদাখের সীমান্তে পর্বতশৃঙ্গ জয় বাংলার চার পর্বতারোহীর

Last Updated:

হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন (HDMTA) এর মুকুটে নতুন পালক

হাওড়া : হাওড়া  ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স  অ্যান্ড ট্রেকার্স  অ্যাসোসিয়েশন (HDMTA) এর মুকুটে নতুন পালক |  হিমাচলপ্রদেশ ও লাদাখের সীমান্তে অবস্থিত সিংকুন ওয়েস্ট পর্বতমালার  শিঙ্গো-লা (Shingo-la) অঞ্চলের একটি ৬০৩৫ মিটার উচ্চতার একটি অনামী পর্বতশৃঙ্গ জয় করল বাংলার চার পর্বতারোহী | এভারেস্টজয়ী পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের চার জনের একটি দল করলেন অসাধ্যসাধন |
অসাধ্যসাধন কেন ? উঠছে প্রশ্ন | আসলে যে কোনও পর্বত অভিযানই কঠিন লড়াই হয় | এ ক্ষেত্রে এই শৃঙ্গটিতে এর আগে কেউ পৌঁছতে পারেননি, ফলে কোন রাস্তা দিয়ে শৃঙ্গ জয় করা যাবে, তার আগে থেকে কোন রূপরেখা ছিল না | ফলে একেবারেই নতুন রাস্তা বানিয়ে শৃঙ্গ জয় অনেকটাই কঠিন | তার মধ্যে শৃঙ্গ জয়ের দিন আবহাওয়া অনেকটাই খারাপ হয়ে যাওয়ায় বড় দুর্ঘটনার কবল থেকে নিজেদের বাঁচিয়ে ফেরাও কঠিন পরীক্ষা |
advertisement
গত তিন তারিখ চার জনের একটি দল ও হাই অল্টিচিউড পোর্টার( HAP) বিশাল ঠাকুর সকাল ১০ টা নাগাদ শৃঙ্গচূড়ায় পা রাখেন | দুই তারিখ গভীর রাতেই শুরু হয় সামিট পুশ | অ্যাডভান্স বেসক্যাম্প থেকে শৃঙ্গ জয়ের  উদ্দেশে রওনা দিয়েছিল দলটি | এর পর দীর্ঘ কয়েক ঘণ্টার চড়াই অতিক্রম করে পৌঁছে যাওয়া শৃঙ্গ চূড়ায় | এতো পর্যন্ত সব ঠিক ছিল বলে জানান দলের অধিনায়ক মলয়বাবু ৷ তিনি বলেন শৃঙ্গ জয় করে সেখানে ক্লাবের ও ভারতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি মোহনবাগানের পতাকা উত্তোলন করে নীচে নামার সময় ৪৫ পর শুরু হয় প্রবল তুষারপাত,  সারাদিন ধরে চলে তুষারপাত |
advertisement
advertisement
একটা সময় দৃশ্যমান্যতা এতটাই কম হয়ে যাচ্ছিল দু হাত দূরের সদস্যকেও দেখা যাচ্ছিল না | মলয়বাবু বলেন,  ‘‘বিগত ২৩  বছরে অংশ নেওয়া ত্রিশটিরও বেশি অভিযানে এত খারাপ আবহাওয়ার মধ্যে কখনও সম্মুখীন হইনি ।’’ সদস্যরা যে শারীরিক ও মানসিক চাপের মধ্যে নিজেদের শান্ত রেখে শৃঙ্গ আরোহণ সম্পন্ন করে সুস্থ ভাবে নেমে আসেন তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় বলে জানান দলের ম্যানেজারে কিরণ মুখোপাধ্যায় |
advertisement
তাঁর দাবি, এই আরোহণ শুধু মাত্র নিজেদের নয়, সকল পশ্চিমবঙ্গের পর্বতারোহণকে অনেকটাই দিশা দেখাবে | কারণ রাজ্যের এই চারজনের তৈরি করা পথ এ বার রাজ্য দেশ বা বিদেশের পর্বতারোহীরা অনুসরণ করবে এই শৃঙ্গটিকে জয় করার লক্ষ্যে |
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mountaineers : হিমাচলপ্রদেশ ও লাদাখের সীমান্তে পর্বতশৃঙ্গ জয় বাংলার চার পর্বতারোহীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement