Nadia News: ইলেকট্রিক বাদ্যযন্ত্রের দাপটে কি হারিয়ে যাবে ডুগি তবলা! ব্যবসায়ীদের উত্তর শুনলে চমকে যাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
Last Updated:
যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে কি হারিয়ে যাবে ডুগি তবলা
রানাঘাট: নদিয়া জেলার সঙ্গে তবলা, খোল ইত্যাদি অঙ্গাঙ্গিভাবে জড়িত। নদিয়ার যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আমল থেকেই খোল তবলা ইত্যাদির প্রচলন হয়ে আসছে। সময় পরিবর্তনশীল, সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রত্যেকদিন কিছুনা কিছু পরিবর্তন হয়েই চলেছে মানুষের জীবনে।
কিন্তু এত বছরেও পরিবর্তন হয়নি একটা জিনিসের, যখন ডিজিটাল যুগে সব জায়গাতেই ইলেকট্রিক চালিত বাদ্যযন্ত্রর প্রচলন বাড়ছে, তখন এখনও নিজের ঘরানা ধরে রেখেছে ডুগি তবলার মত অ্যাকয়েস্টিক বাদ্যযন্ত্র। আর এই ডুগি তবলা তৈরি করেই বংশপরম্পরায় নিজেদের সংসার চালাচ্ছেন রানাঘাট দাস পাড়ার প্রায় ৫০ টির বেশী পরিবার।
advertisement
advertisement
রানাঘাট দাস পাড়ায় ঘরে ঘরে কুটির শিল্পের মত তৈরি হয় চামড়ার বাদ্যযন্ত্র ডুগি ও তবলা। নির্মাতাদের দাবি, যতই ইলেকট্রিক বাদ্যযন্ত্র আসুক, ডুগি তবলা ও হারমনিয়ামের জায়গা কেউ নিতে পারবে না। কারণ তাদের ম্যানুয়াল সুর ও তালের জন্য। ডুগি তবলা ব্যবসায়ীদের দাবি, আগের থেকে চাহিদা এখন আরও বেড়েছে। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডুগি তবলার চাহিদা বাড়লেও এই ব্যবসার প্রতি আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাই রানাঘাট দাস পাড়ার ডুগি তবলা ব্যবসায়ীদের দাবি, সংগীত চর্চা যতদিন থাকবে ততদিন হয়ত ডুগি তবলার চাহিদা থাকবে, কিন্তু নতুন প্রজন্মের এই ব্যবসার প্রতি অনাগ্রহ, আগামী দিনে হয়ত তা তৈরির কারিগর ও ব্যবসায়ী থাকবে না।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 30, 2025 4:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ইলেকট্রিক বাদ্যযন্ত্রের দাপটে কি হারিয়ে যাবে ডুগি তবলা! ব্যবসায়ীদের উত্তর শুনলে চমকে যাবেন









