মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর.... হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট

Last Updated:

এই দু-টি নতুন AFC-PC গেট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এখন ১২টি স্মার্ট গেট রয়েছে। এই ১২টি গেটের মধ্যে ২টি গেট প্রবেশের জন্য, ৪টি গেট প্রস্থানের জন্য। ৬টি গেট দ্বিমুখী।

* হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট
* হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট
হাওড়া: মেট্রো যাত্রীদের জন্য আবারও সুখবর। মেট্রো ব্যবহারকারীদের সুবিধার্থে বুকিং কাউন্টারের পাশে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে আরও দুটি গেট খোলা হল। যার ফলে নিত্যযাত্রীরা আরও বেশি উপকৃত হবেন বলে আশা।
এই দু-টি নতুন AFC-PC গেট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এখন ১২টি স্মার্ট গেট রয়েছে। এই ১২টি গেটের মধ্যে ২টি গেট প্রবেশের জন্য, ৪টি গেট প্রস্থানের জন্য। ৬টি গেট দ্বিমুখী। টোকেন, স্মার্টকার্ড এবং QR কোড-ভিত্তিক টিকিট নিয়ে ভ্রমণ সহজ হবে। যাত্রীরা এই গেটগুলিতে তাদের মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতে পারেন। এছাড়াও গেটগুলিতে QR কোড স্ক্যানার রয়েছে, যার ফলে QR কোড-ভিত্তিক টিকিটধারী যাত্রীরা স্টেশনে সহজেই প্রবেশ করতে বা বের হতে পারবেন। যাত্রীদের অবশ্য বক্তব্য, আরও বেশি করে গেট করা হোক হাওড়া মেট্রো স্টেশনে। কারণ গত এক মাসে এই স্টেশনে বেড়েছে যাত্রীদের সংখ্যা। স্বল্প সময়ের ব্যবধানে মেট্রো চলায় ভিড়ে অসুবিধা তৈরি হয় মাঝেমধ্যেই।
advertisement
advertisement
এদিকে বুকিং কাউন্টারে দীর্ঘ লাইন এড়াতে, যাত্রীদের স্মার্ট কার্ড এবং মোবাইল QR টিকিটের মতো ডিজিটাল টিকিটিং পদ্ধতি ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে যা Aamar কলকাতা মেট্রো অ্যাপের মাধ্যমে বা রিচার্জের সময় বুক করলে ৫% বোনাস বা ছাড়ের সঙ্গে আসে। যাত্রীদের যে কোনও সময় টিকিট বুক করতে বা তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে এবং মূল্যবান সময় বাঁচাতে ‘Aamar কলকাতা মেট্রো’ অ্যাপটি ডাউনলোড করতে উৎসাহিত করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মেট্রো যাত্রীদের জন্য বিরাট সুখবর.... হাওড়া ময়দান স্টেশনে যাত্রীদের সুবিধায় বাড়ল গেট
Next Article
advertisement
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ডুয়ার্স
ক্ষতিগ্রস্ত হয়েছিল গরুমারা, জলদাপাড়ার বিস্তীর্ণ এলাকা! বিপর্যয়ের ধাক্কা সামলাচ্ছে ডুয়ার্স
  • ডুয়ার্সে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পায়, ভেঙে পড়ে কাঠের সেতু.

  • জলদাপাড়া অভয়ারণ্যের কিছু অংশ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, ট্যুরিস্ট লজে থাকতে পারবেন.

  • সাত দিনের মধ্যে বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়েছে, অস্থায়ী সেতু দিয়ে যাতায়াত শুরু.

VIEW MORE
advertisement
advertisement