Hooghly news: ধানজমি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল হেলেদুলে! সামনে যেতেই পিলে চমকে গেল... শিউরে উঠল সবাই

Last Updated:

সর্প উদ্ধারকারী অরিন্দম চক্রবর্তী জানান, এটি মনোক্লেট কোবরা। স্থানীয়রা একে গোখরো বলেই চেনে।  স্থানীয়দের অনুমতি নিয়েই সেই সাপটিকে লোকালয় থেকে কিছুটা দূরে জঙ্গলে ছেড়ে দেন তিনি।

+
মাছ

মাছ ধরার ঘূর্ণিতে বন্দি গোখরো

হুগলি: বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের ধান মাঠ সংলগ্ন এলাকায় দেখা গেল বড় সাপকে। এক পৌঢ় কোনও মতে সাপটিকে বন্দী করেন। পরে সাপটিকে উদ্ধার করা হয়।
সর্প উদ্ধারকারী অরিন্দম চক্রবর্তী জানান, এটি মনোক্লেট কোবরা। স্থানীয়রা একে গোখরো বলেই চেনে।  স্থানীয়দের অনুমতি নিয়েই সেই সাপটিকে লোকালয় থেকে কিছুটা দূরে জঙ্গলে ছেড়ে দেন তিনি। এই বিষয়ে সর্প বিশারদ জানান, বর্ষাকালে এই ধরনের সাপের আনাগোনা বাড়তে থাকে। তবে এই সাপ খুবই বিষধর। যদি কখনও কামড়ায়, তাহলে একজন প্রাপ্তবয়স্ক অনায়াসে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে।
advertisement
বর্ষাকালে রাতের বেলায় অবশ্যই টর্চ বা আলো সঙ্গে রাখা উচিত। সম্ভব হলে বাড়িতে গৃহপালিত পশু যেমন কুকুর বা বিড়াল রাখা খুবই প্রয়োজন। কারণ মানুষ আগে বিষধর সাপের অস্তিত্ব টের পায়। কুকুর বা বিড়াল বাড়িতে থাকলে তারা আগে থেকে মানুষকে সতর্ক করতে পারে যে বাড়ির মধ্যে বিষধর সাপ আছে। এছাড়া বাড়িতে কার্বলিক অ্যাসিড কিংবা ফিনাইলের মতো পদার্থগুলি রাখতে হবে।
advertisement
advertisement
গ্রামীণ এলাকা হোক বা শহরের আবাসিক এলাকা, সর্বত্রই মানুষ সাপের মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে, সাপের কামড় এবং এর ফলে মৃত্যুর সংখ্যাও হঠাৎ করে বাড়তে শুরু করে। যদিও সোশ্যাল মিডিয়ায় এই সমস্যা প্রতিরোধে নির্দিষ্ট ধরণের উদ্ভিদ এবং ভেষজ ব্যবহারের পরামর্শ রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা সেগুলি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: ধানজমি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল হেলেদুলে! সামনে যেতেই পিলে চমকে গেল... শিউরে উঠল সবাই
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement