Mohammed Rafi: শীত-গ্রীষ্ম-বর্ষা, ট্রেনে-বাসে পরমেশ্বর 'রফি সাহেব'-ই ভরসা! এই ঘটনা শুনলে চমকাবেন

Last Updated:

Mohammed Rafi: জুলাই ৩১, সঙ্গীতজগতে এক নক্ষত্রপতন হয়েছিল। তাঁর নাম মহম্মদ রফি। যাঁকে নিজের জীবনের গুরু হিসেবে মানেন আরেক গায়ক পরমেশ্বর।

+
পরমেশ্বর

পরমেশ্বর টুডু

হুগলি: লোকাল ট্রেনে গান গেয়ে উপার্জনের পথ খুঁজতে দেখা যায় অনেক মানুষকে। কিন্তু এই গায়ক পয়সার জন্য গান করেন না বরং তাঁর গান শ্রদ্ধাজ্ঞাপনের জন্য। জুলাই ৩১, সঙ্গীতজগতে এক নক্ষত্রপতন হয়েছিল। তাঁর নাম মহম্মদ রফি। যাঁকে নিজের জীবনের গুরু হিসেবে মানেন আরেক গায়ক।
গুরুর প্রয়াণ দিবসে তাঁর শ্রদ্ধাজ্ঞাপনের জন্য ট্রেনে রফির গান গেয়ে মানুষদের শোনাচ্ছেন তাঁর পরম ভক্ত পরমেশ্বর টুডু। পরনে শার্ট-প্যান্ট, তার উপর বাদামি কালারের ব্লেজার আর কণ্ঠে ওস্তাদ রফি সাহেবের গান। নাম তাঁর পরমেশ্বর টুডু হলেও ট্রেনের নিত্যযাত্রীরা তাঁকে রফি সাহেব বলেই ডাকে।
আরও পড়ুন: ইউক্রেনের পর বাংলাদেশ, ভবিষ্যৎ অথৈই জলে! ডাক্তার হতে পারবে তো অর্ক?
কারণ শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছরই তাঁর কণ্ঠে থাকে রফি সাহেবের গান। বুধবার ৩১ জুলাই মহম্মদ রফির মৃত্যুদিন। রফি চলে গেছেন চার দশক আগে, তবুও তাঁর গান আজও পরমেশ্বরের মতো রফির ভক্তদের জন্য বেঁচে রয়েছে মনে। সারা বছর ট্রেনে বাসে এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপামর ভক্তদের রফি সাহেবের গান শুনিয়ে বেড়ান এই অন্ধভক্ত।
advertisement
advertisement
তবে গান শুনিয়ে তার জন্য কোনও পারিশ্রমিক নেন না তিনি। পরমেশ্বর নিজেই বলেন তিনি রফির অন্ধ ভক্ত, তাঁর বয়স যখন ১০-১১ তখন থেকে মহম্মদ রফির গান তাঁর প্রিয়। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানের গান গাওয়ার জন্য ডাক পড়ে তাঁর। আজকের দিনে ট্রেনে এবং রাস্তাতে দেখা যায় তাঁকে মহম্মদ রফির গান গাইতে গাইতে মানুষকে মনোরঞ্জন করতে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mohammed Rafi: শীত-গ্রীষ্ম-বর্ষা, ট্রেনে-বাসে পরমেশ্বর 'রফি সাহেব'-ই ভরসা! এই ঘটনা শুনলে চমকাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement