‘হাই আই অ্যাম চোর’, মোবাইল চুরি করে চিঠিতে লিখে গেল চোর

Last Updated:

টেবিলে মোবাইল রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন স্বজন মিঞা। ঘুম থেকে উঠে দেখলেন মোবাইল নেই। পড়ে আছে এই চিঠি। চিঠি লিখেছেন যিনি, তিনি কিন্তু পরিচয় গোপন করেনি। জানিয়েছেন তিনি চোর ৷

#ভাতার: শোনা যায়, ডাকাতি করতে যাওয়ার আগে, জমিদারদের চিঠি দিত ডাকসাইটে ডাকাতরা। পূর্ব বর্ধমানের ভাতারে এর উলটো ছবি। চুরির পর চিঠি রেখে গেল চোর। সে চিঠি আবার তার নিজস্ব ইংরেজিতে লেখা। চিঠিতে আশ্বাস, একমাসের মধ্যেই ফেরত দিয়ে যাবে চুরি যাওয়া জিনিসটি।
চিঠিতে লেখা: ‘‘হাই আই অ্যাম থিফ ৷ আমি তোমার ফোন চুরি করছি ৷ বাট টেনশন নট ৷ ওয়ান মান্থ পর
ইওর ফোন ইস সেভ ৷ ওয়ান মান্থ ওয়েট অ্যান্ড ইওর ফোন ইওরসেলফ ৷ বাট ওয়ান মান্থ ওয়েট ৷ বাইবাই ৷’’
advertisement
টেবিলে মোবাইল রেখে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন স্বজন মিঞা। ঘুম থেকে উঠে দেখলেন মোবাইল নেই। পড়ে আছে এই চিঠি। চিঠি লিখেছেন যিনি, তিনি কিন্তু পরিচয় গোপন করেনি। জানিয়েছেন তিনি চোর ৷
advertisement
চিঠি লিখেছেন মোবাইল মালিকের পেন দিয়েই। এমনকী ডায়েরির পাতাটাও সজলেরই। মোবাইল নিয়ে চিন্তার কিছুই নেই। একমাস পরে মোবাইল ফেরতের প্রতিশ্রুতিও দিয়েছে কীর্তিমান। তবে এ চোরের বোধহয় শুধু মোবাইলে আসক্তি। তাই সিম কার্ড দু'টি খুলে রেখে গিয়েছেন তিনি। সঙ্গে অবশ্য নিয়ে গিয়েছেন চার্জার। চিঠির সঙ্গেই একটি সুচও রেখে গিয়েছেন চোর। অনুমান, সেই সুচ দিয়েই সিম খোলা হয়। পূর্ব বর্ধমানের ভাতারের লটারির টিকিট ব্যবসায়ী স্বজন মিঞার ঘুম ভেঙে এসব দেখে চক্ষু চড়কগাছ।
advertisement
মোবাইল দিয়ে যদি কোনও অপরাধমূলক কাজ হয়! ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কেউ নিছক মজা করল কি না তা এখনও বুঝতে পারছেন না স্বজন। চোরের উপর রাগ করে তো আর বসে থাকা যায় না ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘হাই আই অ্যাম চোর’, মোবাইল চুরি করে চিঠিতে লিখে গেল চোর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement