Hooghly News: মোবাইলে গেম খেলা নয়, ওরা বানাবে সিনেমা! চন্দননগরে ছোটদের হাতে-কলমে ছবি তৈরির প্রশিক্ষণ

Last Updated:

Hooghly News: শিশু-কিশোর অ্যাকাডেমির উদ্যোগে শুরু হয়েছে এই মোবাইল ফোনে সিনেমা তৈরির হাতে কলমে প্রশিক্ষণ। তাদের তৈরি সিনেমা দেখানো হবে নন্দনের চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে।

+
সিনেমা

সিনেমা প্রশিক্ষণের

হুগলি: চন্দননগর জ্যোতিরিন্দ্র ভবনে শুরু হয়েছে ছোটদের ছায়াছবির হাতে কলমে প্রশিক্ষণ। যেখানে মোট কুড়িজন বাছাই করা পড়ুয়া সিনেমাজগতের নামজাদা পরিচালকদের থেকে প্রশিক্ষণ নিচ্ছে। মোবাইলে কীভাবে ছায়া ছবি তৈরি করা যায়, তা নিয়েও মিলছে পাঠ। পাঁচ দিনের এই প্রশিক্ষণ শেষে প্রত্যেক ছাত্র তৈরি করবে একটি করে সিনেমা, যা প্রদর্শিত হবে নন্দনে। আজ থেকে শুরু হয়েছে চলবে ২১ তারিখ পর্যন্ত। তথ্যসংস্কৃতি দফতরের তরফ থেকে আয়োজন করা হয়েছে এই মোবাইলে সিনেমা তৈরি পাঠশালা।
ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজয়ী পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য এসে খুদে পড়ুয়াদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। কীভাবে মোবাইলের সাহায্যে তৈরি করা যাবে সিনেমা, তা-ও শেখাচ্ছেন। কলকাতার ফিল্ম ইনস্টিটিউট রূপকলা কেন্দ্রের সহযোগিতায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে প্রশিক্ষণ।
প্রসঙ্গত, মাস কয়েক আগেই শিশুদের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছিল চন্দননগর রবীন্দ্রভবনে। সেখানেই মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছিলেন চন্দননগরের ছেলেমেয়েদের সিনেমার প্রতি যে উৎসাহ, সেই কারণে তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। তারপরেই রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চন্দননগরের শুরু হয়েছে ছোটদের হাতে কলমে সিনেমা তৈরি প্রশিক্ষণ শিবির।
advertisement
advertisement
চন্দননগর মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বর্ণালী দাস জানান, শিশু-কিশোর অ্যাকাডেমির উদ্যোগে শুরু হয়েছে এই মোবাইল ফোনে সিনেমা তৈরির হাতে কলমে প্রশিক্ষণ। কলকাতার রূপকলা কেন্দ্রে প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী ইন্টারভিউ দিয়েছিল। তাদের মধ্যে থেকে ২০ জন বাছাই করাদের নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। তাদের তৈরি সিনেমা দেখানো হবে নন্দনের চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালে। এরই দ্বিতীয় পর্যায়ে চলছে চন্দননগরে। এখানেও ছোটদের হাতে কলমে সিনেমার প্রশিক্ষণ দেওয়া চলছে। এখান থেকেও ছেলেরমেয়েরা যে সিনেমা তৈরি করবেন, তা প্রিমিয়ার করা হবে আগামী ফিল্ম ফেস্টিভ্যালে।
advertisement
প্রদীপ্ত ভট্টাচার্যের কথায়, বিদেশে মোবাইলেই বড় বড় সিনেমা তৈরি করা হয়। বর্তমান যুগে মোবাইল নিয়ে অনেকেই অনেক কনটেন্ট তৈরি করছে। তাঁদেরই যদি একটু প্রথম থেকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এই সব বাচ্চাদের মধ্যে থেকেই এমন অনেকে বেরিয়ে আসবে. যারা আগামী দিনে সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র হবে।
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মোবাইলে গেম খেলা নয়, ওরা বানাবে সিনেমা! চন্দননগরে ছোটদের হাতে-কলমে ছবি তৈরির প্রশিক্ষণ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৪ সেপ্টেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement