Mithun Chakraborty: পঞ্চায়েতের আগে বাসন্তীতে মিঠুনের মিছিল, কর্মসূচি শেষে ভাত-ডাল-শুক্তো দিয়ে মধ্যাহ্নভোজ
- Published by:Satabdi Adhikary
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
মিছিলে বিজেপির কর্মী সমর্থকেরা থাকলেও মিঠুন চক্রবর্তীতে চাক্ষুষ করতে রাস্তার দুপাশে ভিড় জমান বহু মানুষ। তাঁদের দিকে কখনও হাত নেড়ে, কখনও জোড়হাত করতে দেখা যায় মিঠুনকে
দক্ষিণবঙ্গ: পঞ্চায়েতের আগে ফের বঙ্গ রাজনীতির ময়দানে জমিয়ে ব্যাট করতে নামলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর অন্যান্য বারের মতো এই বারেও তাঁর সঙ্গে হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার সকালে নিউটাউনে সুকান্ত মজুমদারের বাড়ি থেকে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর উদ্দেশে রওনা দেন মিঠুন চক্রবর্তী। বাসন্তীতে পৌঁছে প্রথমে তিনি এবং সুকান্ত যান বাসন্তী ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে বিজেপির প্রতিবাদ মিছিলে যোগ দেন মিঠুন।
advertisement
advertisement
বাসন্তী ভারত সেবাশ্রম থেকে সোনাখালি বাজার হয়ে এগোতে থাকে এই প্রতিবাদ মিছিল। মিছিলের পুরোভাগে ম্যাটাডোরে ছিলেন মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পালেরা। নীচে পায়ে হেঁটে ঝান্ডা হাতে এগোতে থাকেন বিজেপির কর্মী সমর্থকেরা।
মিছিলে বিজেপির কর্মী সমর্থকেরা থাকলেও মিঠুন চক্রবর্তীতে চাক্ষুষ করতে রাস্তার দুপাশে ভিড় জমান বহু মানুষ। তাঁদের দিকে কখনও হাত নেড়ে, কখনও জোড়হাত করতে দেখা যায় মিঠুনকে। বিভিন্ন জায়গায় মিঠুনের উপরে পুষ্পবৃষ্টি করে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতাকর্মীরা।
advertisement
এদিন মিঠুন সাংবাদিকদের বলেন, "আমি রাজনীতি করি না। মানুষের নীতি করি। আমি নেতা নই। আমি ক্যাডার।" পাশাপাশি, তিনি জানান, দল তাঁকে যে রকম নির্দেশ দেবেন, তিনি সেই কর্মসূচিতেই শামিল হবেন।
বিজেপি সূত্রের খবর, এদিনের মিছিল শেষে সভা করবেন মিঠুন। তারপরে মধ্যাহ্নভোজ সারবেন দলীয় নেতারই বাড়িতে। সূত্রের খবর, সেখানে ভাত, ডাল, সব্জি, শুক্তো, মাছ ইত্যাদি পদ রান্না করা হচ্ছে মিঠুনের জন্য়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mithun Chakraborty: পঞ্চায়েতের আগে বাসন্তীতে মিঠুনের মিছিল, কর্মসূচি শেষে ভাত-ডাল-শুক্তো দিয়ে মধ্যাহ্নভোজ