South 24 Parganas News: ৭ দিন কোনও খোঁজ নেই! হঠাৎ মাঝসমুদ্রে... গায়ে কাঁটা দেওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী ১৩ মৎস্যজীবী

Last Updated:

South 24 Parganas: নিখোঁজ ট্রলারটি ১৫ জুন মাছ ধরতে বের হয়েছিল। এরপর তাদের কমিউনিকেশন সিস্টেম খারাপ হয়ে যায়। যার জেরে স্থলভাগের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঘাটে বাঁধা হচ্ছে ট্রলারটিকে
ঘাটে বাঁধা হচ্ছে ট্রলারটিকে
রায়দিঘি: অবশেষে রায়দিঘি ঘাটে ফিরল ১৩ জন মৎস্যজীবী-সহ নিখোঁজ ট্রলারটি‌। নিখোঁজ ট্রলারটি ১৫ জুন মাছ ধরতে বের হয়েছিল। এরপর তাদের কমিউনিকেশন সিস্টেম খারাপ হয়ে যায়। যার জেরে স্থলভাগের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে প্রচণ্ড ঢেউয়ের দাপটে বাঘের চরের কাছে ট্রলারটি চলে যায়।
দল থেকে আলাদা হয়ে পড়ায় তারা সমুদ্রের বুকে একা হয়ে পড়ে। এদিকে মাঝির উপস্থিত বুদ্ধির জোরে এই যাত্রায় উদ্ধার পায় তারা। হাওয়ার দিকে ত্রিপল টাঙিয়ে সেটিকে পাল হিসাবে ব্যবহার করে তারা। ফলে পুরনো দিনের মতো পালে হাওয়া লাগিয়ে ট্রলারটি ঘাটে ফিরতে সক্ষম হয়। ট্রলারে থাকা ১৩ জন মৎস্যজীবী সকলেই সুস্থ রয়েছেন।
advertisement
advertisement
বঙ্গোপসাগরে বাঘের চরের কাছে এম ভি মাতৃ আশিষ নামের ট্রলারটির যখন ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল সেই সময় যোগাযোগ রক্ষার জন্য স্যাটেলাইট সিস্টেম ফ্রিকোয়েন্সি সিগন্যালও খারাপ হয়ে গিয়েছিল। পরে উপকূল রক্ষীবাহিনী এবং স্থানীয় মৎস্যজীবীদের সহায়তায় ট্রলারটির খোঁজ মেলে। শুক্রবার রাতেই ট্রলারটির ফেরানোর ব্যবস্থা করা হয়। শনিবার সকালেই ট্রলারটি ঘাটে এসেছে। ফলে খুশি সকল মৎস্যজীবীই।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৭ দিন কোনও খোঁজ নেই! হঠাৎ মাঝসমুদ্রে... গায়ে কাঁটা দেওয়া ঘটনার প্রত্যক্ষদর্শী ১৩ মৎস্যজীবী
Next Article
advertisement
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর! শুনে নিন বিশেষজ্ঞের পরামর্শ
বায়ুদূষণ ক্ষতি করতে পারে গর্ভবতী মহিলাদের... প্রভাব পড়তে পারে শিশুর উপর
  • গর্ভবতী মহিলা ও তাদের শিশুদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে

  • দূষণের কারণে অকাল প্রসব, শিশুর শ্রবণশক্তি ক্ষতি এবং হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে

  • বায়ুদূষণ ডিম্বাশয়ের রিজার্ভ ক্ষতি করে

VIEW MORE
advertisement
advertisement