মাধ্যমিক দিয়েই মেয়ে উধাও! হন্যে হয়ে খুঁজতেন বাবা, শেষমেশ এক খবরে সবাই অবাক
- Published by:Suman Majumder
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Missing student: বাড়ির ঠিকানা মনে পড়ত না মেয়ের। বাবা হন্যে হয়ে খুঁজতেন। শেষমেশ একটা খবরে সবার স্বস্তি।
রঘুনাথগঞ্জ: মাধ্যমিক পাশ করার পরে হতাশা মনে বাসা বেঁধেছিল। একদিন হঠাৎ করে রাস্তা ভুলে চলে এসেছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। তারপর আর বাড়ির ঠিকানা মনে পড়েনি তার।
এর পর পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় নগরের একটি হোমে। সেই হোমে কাউন্সিলিং ও মানসিক চিকিৎসা করে নিজের নাম ও ঠিকানা বলতে পারে এক কিশোরী। শুক্রবার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বছর সতেরোর কিশোরী সাথীকে।
আরও পড়ুন- ইডির ৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর গ্রেফতার হুগলির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু
গত ১৫ই জানুয়ারী হঠাৎই নিখোঁজ হয়ে যায় বর্ধমানের রানীগঞ্জের বাসিন্দা সাথী চক্রবর্ত্তী। বাবা মনোজ চক্রবর্ত্তী একটি ওষুধের দোকানে কাজ করেন। পরিবারে মা, বোন ও ভাই রয়েছে। সাথীই বড় মেয়ে।
advertisement
advertisement
মাধ্যমিক পরীক্ষা পাশ করার পরে হতাশা গ্রাস করতে শুরু করে সাথীকে। একদিন হঠাৎই কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেড়িয়ে যায়। তারপর আর বাড়ির ঠিকানা মনে পড়েনি।
থানা, সংবাদ মাধ্যম সবকিছুর দ্বারস্থ হয়ে অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পায়নি পরিবারের লোকেরা। এদিকে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রাস্তায় মানসিক ভারসাম্যহীন বছর সতেরোর সাথীকে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে।
advertisement
খড়গ্রামের নগরের একটি হোমে তাকে নিয়ে আসা হয়। সেই হোমে কাউন্সিলিং ও মানসিক চিকিৎসা করে নিজের নাম ও ঠিকানা বলতে পারে ওই কিশোরী। আর তারপরেই সাথীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে শুক্রবার সাথীকে নিজের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
হারানো মেয়েকে খুঁজে পেয়ে খুশি পরিবারের লোকেরা। দুমাস পর মেয়েকে দেখতে পেয়ে খুশি সাথীর বাবা। বাবা মনোজ চক্রবর্ত্তী বলেন, অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না পেয়ে মেয়েকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। এই হোম আমার সঙ্গে যোগাযোগ করে ওর খোঁজ দেয়। এই হোমে আমার মেয়ে খুব ভাল ছিল।হোম কর্তৃপক্ষের কাছে আমি চির কৃতজ্ঞ থাকব।
advertisement
আরও পড়ুন- ঘরের 'বউমা'র বিয়ে দিল শ্বশুরবাড়ি! আসানসোলের বেনজির ঘটনা চোখে জল আনবে
হোমের সুপারিন্টেন্ডেন্ট মিঠু মন্ডল বলেন, ওই কিশোরী যখন হোমে আসে তখন নিজের নাম ঠিকানা কিছু বলতে পারেনি। কাউন্সিলিং ও সঠিক চিকিৎসা করার পর ও আমাদের নাম, ঠিকানা সব জানায়। ওকে সুস্থ ভাবে পরিবারের হাতে তুলে দিতে পেরে আমরা খুব খুশি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 12:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাধ্যমিক দিয়েই মেয়ে উধাও! হন্যে হয়ে খুঁজতেন বাবা, শেষমেশ এক খবরে সবাই অবাক