জেসিবির উপর বিশ্বকর্মা ঠাকুর! বিসর্জন দিতে গিয়ে বিরাট ঘটনা, বড় বিপদ থেকে রক্ষা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Biswakarma Puja- বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি! নিরঞ্জন ঘাটের কাছে জেসিবির উপর থেকে সটান পড়ে গেল বিশ্বকর্মা।
শান্তিপুর: বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঘটে গেল বিপত্তি! নিরঞ্জন ঘাটের কাছে জেসিবি-র উপর থেকে সটান পড়ে গেল বিশ্বকর্মা প্রতিমা! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন পৌরসভার কর্মীরা।
নদিয়ার শান্তিপুর মানেই ১২ মাসে ১৩ পার্বণের উৎসবের শহর। অন্যান্য পুজোর তুলনায় তবে এবার সেই ভাবনাকেও অতীত করে দিল শান্তিপুর পৌরসভার কর্মচারীদের পরিচালিত বহু প্রাচীন বিশ্বকর্মার পুজোর শোভাযাত্রা।
সম্প্রতি শান্তিপুর পৌরসভা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিপদকালীন সময়ে সহযোগিতার উদ্দেশে জেসিবি কিনেছে। সমস্ত ধরনের সাফাই কর্মী এবং কর্মচারীর অনুমতি সাপেক্ষে এবছর বিশ্বকর্মা পুজোর শোভাযাত্রায় তাতে বিশ্বকর্মা প্রতিমা তুলে অভিনবত্বের সৃষ্টি করল আবারও। সামাজিক মাধ্যমে নেটিজেনদের অত্যন্ত আগ্রহের বিষয় তা স্পষ্ট হয়েছে তাদের বিভিন্ন ধরনের পোস্ট থেকে।
advertisement
advertisement
আরও পড়ুন- ডিভিসির রিপোর্টে বড় ‘তথ্য’ ফাঁস! কমেছে জলধারণের ক্ষমতা, তবে কি দক্ষিণে বন্যা
কখনও বিশ্বকর্মা ৫০ ফুট উপরে কখনও বা রাস্তা দু’ধারে দাঁড়িয়ে থাকা জনসাধারণের একেবারে সামনে। তবে শেষ রক্ষা হল না, মতিগঞ্জ মোড় থেকে বিসর্জন ঘাটের প্রায় একেবারে সামনে এসে ঘটল বিপত্তি। তীরে এসে ডুবল তরী।
advertisement
যথেষ্ট শক্ত পোক্তভাবে বাঁধা থাকলেও এতটা উচ্চতায় তোলা এবং বারবার সেই প্রদর্শন দেখানোর ফলে ঘটে বিপত্তি। কোথাও বাঁধন আলগা হয়, অথবা ঠাকুরের সঙ্গে থাকা দুই ব্যক্তির কিংবা চালকের ভুলে হঠাৎই নামানোর সময় প্রথমে তা ধাক্কা লাগে মাটির সঙ্গে।
আরও পড়ুন- এখনই বিদায় নিচ্ছে না বর্ষা… ফের বৃষ্টি! পুজোয় ভোগান্তি নাকি জমিয়ে হুল্লোড়?
পরে ছোট্ট একটি ঝাঁকুনিতে প্রতিমা রাস্তার উপর পরে মুখ থুবড়ে পড়ে। তবে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পৌর কর্মচারীরা। আশ্চর্যের বিষয় শুধুমাত্র প্রতিমার মুখ বাদে বাকি সমস্ত ঠিকঠাক ছিল। তবে যেহেতু একেবারেই ঘাটের পাশে, তাই সেখানেই বিসর্জন দিয়ে বিশ্বকর্মার কাছে ক্ষমা চাইলেন তাঁরা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 19, 2024 2:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেসিবির উপর বিশ্বকর্মা ঠাকুর! বিসর্জন দিতে গিয়ে বিরাট ঘটনা, বড় বিপদ থেকে রক্ষা