SUJIT BHOWMIK
#কাঁথি: নৈশপ্রহরীকে পিছমোড়া করে বেঁধে রেখে তাঁর কপালে রিভলবার ঠেকিয়ে সোনা দোকানে দুঃসাহসিক ডাকাতি! সোনার দোকানটির দেওয়ালে সিঁদ কেটে এবং লোহার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায় ৬/৭ জনের সশস্ত্র ডাকাত দলটি। গভীর রাতে ভগবানপুরের কলাবেড়িয়া বাজারের এক সোনার দোকানে এই ডাকাতির ঘটনা ঘটেছে।
রাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং লোডশেডিং-এর সুযোগ নিয়ে ডাকাত দলটি অবাধেই লুটপাট চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। নৈশপ্রহরীকে দড়ি দিয়ে বেঁধে, তাঁর কপালে রিভলবার ঠেকিয়ে দোকানের সি সি ক্যামেরা ভেঙেই সোনা ও রূপার গহনা নিয়ে পালায় ডাকাতরা। দোকানে থাকা সোনা ও রূপার সব গহনাই নিয়ে পালিয়েছে সশস্ত্র ডাকাত দলটি। প্রায় দশ লক্ষ টাকার গহনা লুট হয়েছে বলে পুলিশকে জানিয়েছে দোকান মালিক। বড়সড় এই ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।