#কলকাতা: বাড়ির সামনেই গুলিবিদ্ধ তরুণী। মঙ্গলবার রাতের ঘটনায় আতঙ্ক সোনারপুরের গোরখাড়া এলাকায়। বছর ২১ এর পূজা একটি বেসরকারি সংস্থার কর্মী। অন্যান্য দিনের মতোই মঙ্গলবার অফিস থেকে বাড়ি ফিরছিলেন তিনি।
আরও পড়ুন: ‘নতুন করে আবেদন নয়, পুনর্নিয়োগ হবে’, শিক্ষক নিয়োগ মামলায় ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই পূজার সামনে এসে দাঁড়ায় একটি বাইক। তাতে সওয়ার ছিল দু’জন। অপহরণের চেষ্টা করে দুষ্কৃতীরা। তরুণীর সঙ্গে ধস্তাধস্তি হয়। বাধা দিলে তাদেরই একজন পূজাকে গুলি করে। গুলি লাগে পূজার মাথায়। ঘটনার পরই চম্পট দেয় আততায়ীরা। পূজাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ।
আরও পড়ুন: একধাক্কায় পারদ নামল ৫ ডিগ্রি, কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য