Crime News: রক্তে ভাসছে ঘর, ফাঁকা বাড়িতেই...! বাইরে তালা ঝুলতে দেখে যা করল ছেলে, পুলিশ আসতেই...

Last Updated:

Crime News: মহিলাকে কুপিয়ে খুন করে কাপড় চাপা দিয়ে পালায় দুষ্কৃতীরা, মহিলা বাড়িতে একাই থাকতেন সেই সুযোগেই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বসিরহাট: গতকাল রাতে ছেলে বাড়িতে এসে বাইরে থেকে তালা দেওয়া দেখে সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডেকে পুলিশে খবর দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে রয়েছে মা৷ কাপড় চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে । তখন পচা দুর্গন্ধ বেরোচ্ছিল ।
মৃত আনোয়ারা বিবি মোল্লার স্বামী মারা গেছে কয়েক বছর আগে। তার দুটি সন্তান , একটি ছেলে এবং একটি মেয়ে , মেয়েটি মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে এবং ছেলে কলকাতায় কর্মসূত্রে থাকে।
advertisement
advertisement
গত তিন দিন আগে শেষ মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছিল ছেলে নয়ন মোল্লার । তারপর থেকে মায়ের সঙ্গে আর কোনওরকম যোগাযোগ করতে পারছে না ছেলে । তিন দিন কেটে গেলেও মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে গতকাল রাতে ছেলে নয়ন মোল্লা রাতে বাড়ি ফেরে । বাড়িতে ফিরে এসে দেখে বাইরে দিয়ে তালা দেওয়া । একটি জানলা ফাঁকা করে দেখে খাটের উপর কাপড় চাপা দেওয়া অবস্থায় মা পড়ে আছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে।
advertisement
নয়ন তৎক্ষণাৎ এলাকার মানুষকে খবর দেয় এবং বসিরহাট থানাতেও খবর দেওয়া হয়। বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে দেহটি উদ্ধার করে । দেহটিতে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ আছে বলে জানিয়েছে তার পরিবার। কুপিয়ে খুন করা হয়েছে বলেই দাবি তার পরিবারের ।
advertisement
মৃতার ছেলে নয়ন মোল্লা বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে বসিরহাট থানার পুলিশ তদন্ত নেমেছে । আজ মঙ্গলবার বসিরহাট হাসপাতালে মৃত আনোয়ারা বিবি মোল্লার ময়নাতদন্ত হবে ।
অনুপম সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: রক্তে ভাসছে ঘর, ফাঁকা বাড়িতেই...! বাইরে তালা ঝুলতে দেখে যা করল ছেলে, পুলিশ আসতেই...
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement