হাওড়া স্টেশনের নতুন পার্কিং লটে দুষ্কৃতী তাণ্ডব, ২ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাই
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দুষ্কৃতী তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেল হাওড়া স্টেশনের নতুন একটি পার্কিংলট।
#হাওড়া: হাওড়া স্টেশনের নতুন পার্কিং লটে দুষ্কৃতী তাণ্ডব। শুক্রবার দুপুরে পার্কিং লটে ভাঙচুর করে জনা ৫০ দুষ্কৃতী। মারধর করা হয় নিরাপত্তারক্ষীকে। অভিযোগ, নগদ প্রায় ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীদল।
- হাওড়া স্টেশনের পার্কিং লটে দুষ্কৃতী তাণ্ডব
- তোলা চেয়ে পার্টিং লটে ভাঙচুর
advertisement
- ২ লক্ষ ৩০ হাজার টাকা ‘ছিনতাই’
দুষ্কৃতী তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেল হাওড়া স্টেশনের নতুন একটি পার্কিংলট। শুক্রবার দুপুরে পার্কিংলটে চড়াও হয় জনা পঞ্চাশ দুষ্কৃতী। অভিযোগ, তোলা চেয়ে মারধর করা হয় পার্কিং লটের কর্মীদের। মারধরের জেরে হাসপাতালে ভর্তি এক নিরাপত্তারক্ষী।
advertisement
হাওড়া স্টেশনে বেশ কয়েকটি পার্কিং লট রয়েছে। যেগুলি আলাদা ভাবে রক্ষণাবেক্ষণ করে বিভিন্ন বেসরকারি সংস্থা। উনিশে জানুয়ারি স্টেশনের নিউ কমপ্লেক্সের উলটো দিকের পার্কিং লটটি চালু হয়েছে। নতুন পার্কিং লটের কর্মীদের অভিযোগ, শুরু থেকেই স্থানীয় দুষ্কৃতীদের নিয়ে তোলা চাইছে পুরোন পার্কিংলটের কর্মীরা।
সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পার্কিং লটে মোতায়েন করা হয়েছে RPF ও GRP কর্মীদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2020 7:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়া স্টেশনের নতুন পার্কিং লটে দুষ্কৃতী তাণ্ডব, ২ লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাই