#বহরমপুর: ইন্দিরা গান্ধী মূর্তি ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বহরমপুর দয়নগরে রাস্তার ওপরে একটি ইন্দিরা গান্ধি স্ট্যাচু ছিল। রাতে দুষ্কৃতীরা তার নাক ভেঙে দেয় বলে অভিযোগ।
এরপর কংগ্রেস কর্মীরা বিক্ষোভ বসে যান দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে। বরমপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। সামনে বহরমপুর পুরসভার পুরো ভোট তার আগে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বহরমপুর শহরে।
কংগ্রেস কর্মীদের অভিযোগ দেশজুড়ে যে অরাজকতা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় মনীষীদের মূর্তি ভাঙ্গা হচ্ছে, এখানেও সেই কাজ করেছে দুষ্কৃতীরা। শনিবার সকালে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। বরমপুর টাউনের কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র দাস বলেন, দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। নাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনা মেনে নেওয়া যায়না। যদিও পুলিশের দাবি, দোষীদের গ্রেপ্তার করা হবে। শহরে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baharampur, Indira Gandhi Statue