বার্ণপুরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা
Last Updated:
বার্ণপুরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ বৃহস্পতিবার আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা ৷
#আসানসোল: বার্ণপুরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ বৃহস্পতিবার আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা ৷ কালীপুজোর মণ্ডপ থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রিতেন বসাক ওরফে ফুফা ৷ তাকে খুন করার উদ্দেশ্যে বাড়ির সামনে জড়ো হয় দুষ্কৃতীরা ।
তাদের দেখে রিতেন বসাক চিৎকার করতে শুরু করেন ৷ চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা ৷ একজন দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা ৷
স্থানীয় সূত্রে খবর, এটাই প্রথামবার নয় ৷ এর আগেও দুর্গাপূজোর সময় সপ্তমীর দিন তার বাড়ি লক্ষ করে গুলিও চালানোর ঘটনা ঘটে ৷ থানায় অভিযোগ জানানো হলে তদন্ত শুরু করে হীরাপুর থানার পুলিশ ৷
advertisement
advertisement
এদিন একজন ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকিদের হদিশ পেতে তাকে জেরা করছে পুলিশ ৷ ব্যক্তিগত শক্রতার কারণে তার উপর বারবার হামলা করা হচ্ছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2016 3:13 PM IST