বার্ণপুরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা

Last Updated:

বার্ণপুরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ বৃহস্পতিবার আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা ৷

#আসানসোল: বার্ণপুরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় ৷ বৃহস্পতিবার আক্রান্ত ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়  সশস্ত্র দুষ্কৃতীরা ৷ কালীপুজোর মণ্ডপ থেকে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী রিতেন বসাক ওরফে ফুফা ৷ তাকে খুন করার উদ্দেশ্যে বাড়ির সামনে জড়ো হয় দুষ্কৃতীরা ।
তাদের দেখে রিতেন বসাক চিৎকার করতে শুরু করেন ৷ চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা ৷ একজন দুষ্কৃতীকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা ৷
স্থানীয় সূত্রে খবর, এটাই প্রথামবার নয় ৷ এর আগেও দুর্গাপূজোর সময় সপ্তমীর দিন তার বাড়ি লক্ষ করে গুলিও চালানোর ঘটনা ঘটে ৷ থানায় অভিযোগ জানানো হলে তদন্ত শুরু করে হীরাপুর থানার পুলিশ ৷
advertisement
advertisement
এদিন একজন ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ বাকিদের হদিশ পেতে তাকে জেরা করছে পুলিশ ৷ ব্যক্তিগত শক্রতার কারণে তার উপর বারবার হামলা করা হচ্ছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বার্ণপুরে ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হামলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement