Murshidabad News: রাতের অন্ধকারে কীটনাশক দিয়ে চার বিঘা কলাগাছ নষ্ট করার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে! তদন্তে পুলিশ

Last Updated:

ধানের চাষের পাশাপাশি আর্থিক লাভের আশায় করেছিলেন কলাগাছের চাষ। আর সেই চাষ করেই এখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ডোমকলের এক চাষির কপালে। জমিতে কীটনাশক দিয়ে চার বিঘা জমির কলাগাছ নষ্ট করার অভিযোগ উঠল এলাকারই জনা কয়েক ব্যক্তির বিরুদ্ধে।

+
কলাগাছে

কলাগাছে স্প্রে করেই নষ্ট কলাগাছ 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: ধানের চাষের পাশাপাশি আর্থিক লাভের আশায় করেছিলেন কলাগাছের চাষ। আর সেই চাষ করেই এখন মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে ডোমকলের এক চাষির কপালে। জমিতে কীটনাশক দিয়ে চার বিঘা জমির কলাগাছ নষ্ট করার অভিযোগ উঠল এলাকারই জনা কয়েক ব্যক্তির বিরুদ্ধে। যার জেরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের শীবনগর এলাকায়। ঘটনায় ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ ও এলাকার টহলদারি চালায়।
অভিযোগ, বহু বছর আগে শীবনগর এলাকার নাসিরউদ্দিন শেখের পরিবারের থেকে চার বিঘা জমি দখল নেই শীবনগর এলাকারই রাফিকুল সেখের বাবারা। তারপর থেকে ঐ জমিতেই চাষ আবাদ করতেন রাফিকুল।
advertisement
এমনকি নাসিরউদ্দিন কোর্টে ঐ জমির উপরে মামলাও করে। তবুও ছিনিয়ে নিতে পারেনি। অবশেষে ঐ চার বিঘা জমি শীবনগর এলাকারই নাফিজুলদের বিক্রি করে দেয়। হঠাৎ করে ঐ চার বিঘা জমির কলা গাছে কিটনাশক স্প্রে করে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে। আর ঐ অভিযোগ তুলছে স্থানীয় দুস্কৃতী বিল্লাল সেখ সহ নাফিজুল, বুলু, রাকেশ, হাসান সেখেদের বিরুদ্ধে।
advertisement
যদিও ঐ অভিযোগ অস্বীকার করেন বিল্লাল শেখ। এই ঘটনা অস্বীকার করে পাল্টা অভিযোগকারী রাফিকুলের বিরুদ্ধেই অভিযোগ করেন অভিযুক্তরা। তাদের দাবি, ষড়যন্ত্র করে ঐ জমি বেআইনিভাবে দখল করে রাখতে চাইছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে রাতের অন্ধকারে কারা এই কীটনাশক স্প্রে করল তারও তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: রাতের অন্ধকারে কীটনাশক দিয়ে চার বিঘা কলাগাছ নষ্ট করার অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে! তদন্তে পুলিশ
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement