Gurap minor girl murder: হঠাৎ নিখোঁজ শিশুকন্যা, প্রতিবেশীর বাড়িতে মিলল রক্তাক্ত দেহ! গুড়াপে নৃশংস কাণ্ড
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র জনরোষ তৈরি হয়৷ অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর শুরু করে এলাকাবাসী৷
সোমনাথ ঘোষ, গুড়াপ: হুগলির গুড়াপে এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে৷ নৃশংস এই ঘটনা ঘটেছে হুগলির গুড়াপে৷ নির্যাতিতা অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়৷
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই শিশুকন্যা। শুরু হয় খোঁজাখুঁজি৷ কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় শিশুটির রক্তাক্ত দেহ পড়ে উদ্ধার হয়৷ সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে ধনিয়াখালি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
advertisement
advertisement
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র জনরোষ তৈরি হয়৷ অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর শুরু করে এলাকাবাসী৷ পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে৷ পরে তাকে গ্রেফতার করা হয়৷
নিহত শিশুটির দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 9:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gurap minor girl murder: হঠাৎ নিখোঁজ শিশুকন্যা, প্রতিবেশীর বাড়িতে মিলল রক্তাক্ত দেহ! গুড়াপে নৃশংস কাণ্ড