Minakshi Mukherjee: ‘মানুষখেকো বাঘ হলে চামড়া টাঙিয়ে রাখুন...’, অনুব্রতগড়ে গর্জে উঠলেন মীনাক্ষী!

Last Updated:

Minakshi Mukherjee: মানুষখেকো বাঘের চামড়া টাঙিয়ে রাখার নিদান নেত্রীর। বীরভূমে বাঘের চামড়া দেওয়ালে টাঙিয়ে রাখতে বললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষি মুখোপাধ্যায়।

বীরভূমে বিতর্কিত মন্তব্য মীনাক্ষীর!
বীরভূমে বিতর্কিত মন্তব্য মীনাক্ষীর!
বীরভূম: মানুষখেকো বাঘের চামড়া টাঙিয়ে রাখার নিদান নেত্রীর। বীরভূমে বাঘের চামড়া দেওয়ালে টাঙিয়ে রাখতে বললেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষি মুখোপাধ্যায়। নাম না করে অনুব্রত গড়ে দাঁড়িয়েই তীব্র কটাক্ষ অনুব্রত মণ্ডলকে। অবশ্য উত্তর দিতে ছাড়েনি শাসকদলও। মীনাক্ষীকে পাল্টা জবাব তৃণমূলের। তাদের পাল্টা কটাক্ষ, “মীনাক্ষী কী বলল তাতে গুরুত্ব দেয় না মানুষ।”
এবার বিতর্কে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। রবিবার বীরভূমের মহম্মদবাজারে সিপিএমের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সভা থেকে শাসকদলকে তীব্র কটাক্ষ করেন তিনি। সেখানেই নাম না করে অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করেন তিনি। বলেন, “বাঘ যদি বাঘের মতো থাকে, বিরল প্রজাতির হয় তাহলে আমাদের দায়িত্ব তাকে সংরক্ষণ করা। কিন্তু কোনওকারণে বাঘ যদি মানুষখেকো হয়ে যায় তাহলে বাঘকে মেরে চামড়া দেওয়ালে টাঙিয়েও রাখতে হয়।”
advertisement
advertisement
কিছুদিন আগেই মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন। তা নিয়ে বিতর্কও হয়েছিল। একই ভঙ্গিতে জবাব দিতে গিয়ে এবার বিতর্কে মীনাক্ষী। যদিও মীনাক্ষীর মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
advertisement
জেলার তৃণমূলের কোর কমিটির কনভেনার তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, “মানুষই ওদের দেওয়ালে টাঙিয়ে দিয়েছে। মীনাক্ষী কী বলল তাতে মানুষ বিশ্বাস করে না। বাঘ-বাঘই থাকে, আর শিয়াল সারাজীবন শিয়ালই থাকবে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakshi Mukherjee: ‘মানুষখেকো বাঘ হলে চামড়া টাঙিয়ে রাখুন...’, অনুব্রতগড়ে গর্জে উঠলেন মীনাক্ষী!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement