Minakshi Mukherjee: সুপ্রিম-নির্দেশের পরেও কাজে ফেরেননি জুনিয়র চিকিৎসকরা! 'মত' জানিয়ে দিলেন মীনাক্ষী

Last Updated:

Minakshi Mukherjee: জুনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।

+
আরজি

আরজি কর কান্ডের প্রতিবাদে গণ সমাবেশে মীনাক্ষী মুখার্জি।

পানাগড়: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। যোগদান করেননি কাজে। এমন সময় জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্তের সমর্থন জানালেন ডিওয়াইএফআই-এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পানগড়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদে একটি গণ সমাবেশের আয়োজন করেছিল বামেরা। সেখানেই মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসকদের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন মীনাক্ষী।
জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এই বাম নেত্রী বলেছেন, আরজি কর কাণ্ডের ঘটনায় গোটা বাংলা জুড়ে প্রতিবাদ চলছে। অভিযোগের সুরে তিনি বলেছেন, ”এই ঘটনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, রাগ, আবেগ, যন্ত্রণা সম্পর্কে দেশের সর্বোচ্চ আদালত ভালভাবে ওয়াকিবহাল নয়।” সর্বোচ্চ আদালতের শুনানি কার্যত হতাশাজনক বলেই দাবি করেছেন তিনি। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন এই আন্দোলন চলবে।
advertisement
advertisement
সামনেই আসছে দুর্গাপুজো। এই প্রসঙ্গে মীনাক্ষী বলেন, উৎসবে যোগদান করলেও এই ঘটনার প্রতিবাদ যেন ভুলে যাবেন না। পুজোয় ঘুরতে যাওয়া অথবা জামাকাপড় কেনার টাকা কিছুটা বাঁচিয়ে, দেওয়ালে জাস্টিস ফর আরজি কর পোস্টার লাগিয়ে রাখুন। লক্ষ্মী পুজোয় আলপনার নীচে লিখে রাখুন জাস্টিস ফর আরজি কর। তিনি আরও বলেছেন, শুধু এক মাস কেন, প্রয়োজনে এক যুগ ধরে আন্দোলন চলবে। কিন্তু এই ঘটনায় যুক্ত দোষীদের শাস্তি দিতেই হবে।
advertisement
উল্লেখ্য, আরজি কর কাণ্ডে বিগত একমাস ধরে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব সহ সমস্ত স্তরের মানুষজন প্রতিবাদ করছেন। রাজনৈতিক , অরাজনৈতিকভাবে প্রতিবাদ কর্মসূচি চলছে। জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় সুপ্রিম কোর্ট জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার কথা বলেছিল। কিন্তু নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। তাদের এই সিদ্ধান্তে সমর্থন করেছেন মীনাক্ষীদেবী।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minakshi Mukherjee: সুপ্রিম-নির্দেশের পরেও কাজে ফেরেননি জুনিয়র চিকিৎসকরা! 'মত' জানিয়ে দিলেন মীনাক্ষী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement