Migrant Workers: ভোট উৎসব শেষ, ফের ভিন রাজ্যের পথে পরিযায়ী শ্রমিকরা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Migrant Workers: গণতন্ত্রের এই বড় উৎসবে শামিল হয়ে নিজের নিজের অধিকার প্রয়োগ করে ফের রুজি রুটির টানে বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকরা
পুরুলিয়া: রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলায় এখনও পর্যন্ত সেভাবে শিল্পের বিস্তার হয়নি। ফলে জেলায় সেভাবে কর্মসংস্থানের সুযোগ নেই। চাষাবাদও খুব বেশি হয় না এই জেলায়। তাই এই জেলা থেকে বহু মানুষ ভিন রাজ্যে যান কর্মসংস্থানের জন্য। লোকসভা ভোট শেষে আবার ভিন রাজ্যে কাজের আশায় পাড়ি দিচ্ছেন এখানকার পরিযায়ী শ্রমিকরা। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য ভোটের কয়েকদিন আগে বিভিন্ন রাজ্য থেকে পুরুলিয়ায় ফিরেছিলেন তাঁরা।
গণতন্ত্রের এই বড় উৎসবে শামিল হয়ে নিজের নিজের অধিকার প্রয়োগ করে ফের রুজি রুটির টানে বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকরা। কেউ ফিরছেন গুজরাট, কেউ ফিরছেন কর্ণাটক, কেউবা আবার চেন্নাই বা বিশাখাপত্তনমে। এই বিষয়ে পুরুলিয়া পুরসভার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, এই শহরে আমরা যতটা পেরেছি কর্মসংস্থান করেছি। পুরসভায় আমাদের কাজ দেওয়ার সুযোগ সীমিত। অস্থায়ী কর্মীদের বেতন দিতে গিয়ে আমরা জর্জরিত। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা সেভাবে কিছু করে উঠতে পারছি না।
advertisement
advertisement
সদর শহর পুরুলিয়া ছাড়াও পুঞ্চা, মানবাজার, বলরামপুর, কেন্দা, জয়পুর, কোটশিলা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী শ্রমিকেরা কাজের আশায় বিভিন্ন রাজ্যে চলে যেতে শুরু করেছেন। আসলে এটাই এই জেলার পরিচিত দৃশ্য। আবার কেউ কেউ দুর্গাপুজার সময় ফিরবেন, কেউবা বছর কাটিয়ে। ততদিন তাঁদের প্রতীক্ষায় পথ চেয়ে থাকবে পরিবারগুলো।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2024 8:54 PM IST