Migrant Workers Death: দু-মুঠো ভাতের জন্য ভিন রাজ্যে কাজ! বাড়ি আর ফেরা হল না মুর্শিদাবাদের তিন যুবকের! পথেই সব শেষ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Migrant Workers Death: তিন জনেরই বয়স ২৩ কি ২৪! সংসারে চরম অভাব! ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না এই তিন তরতাজা যুবকের! জানলে চোখ ভিজবে
রানীতলা: ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু। উত্তর প্রদেশে পাইপলাইনের কাজ করতে গিয়েছিল ওই শ্রমিকরা, কাজ করে ক্যাম্পে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সঙ্গে দুর্ঘটনায় তিনজন শ্রমিক নিহত হন। আর এই খবর গ্রামে আসতেই নিহতের পরিবার, প্রতিবেশীরা শোকাহত হয়ে পড়েন। পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিহত শ্রমিকদের নাম হাসান শেখ, রাহুল শেখ, কাইফ শেখ, আনুমানিক তাদের বয়স ২৩-২৪ বছর। তাদের বাড়ি রানীতলা থানার খড়িবোনা চাঁদপুর গ্রামে।
জানা যায়, সংসার চালানোর জন্য মা বাবা ছেলে মেয়ের মুখে দু’বেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিল ভিন রাজ্য হাসান শেখ , রাহুল শেখ, কাইফ শেখরা। গত কয়েক মাস আগে উত্তর প্রদেশে কাজ করতে গিয়েছিল, আজকে কাজ করে ঘরে ফেরার সময় রাস্তায় ডাম্পারের সঙ্গে দুর্ঘটনায় তিনজন শ্রমিক প্রাণ হারান। নিহত খবর আসতেই পরিবারের আত্মীয়-স্বজন বাবা-মা পাড়া-প্রতিবেশী ভাই বোন সবাই শোকাহত এই ঘটনায়। হাসান শেখ , রাহুল শেখ, কাইফ শেখ, আনুমানিক তাদের বয়স ২৩-২৪ বছর। তারা সকলেই রানীতলা থানার খড়িবোনা চাঁদপুর গ্রামের বাসিন্দা।
advertisement
advertisement
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান খড়িবুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি। নিহত পরিবারের লোকের সঙ্গে কথা বললেন তাদের পাশে দাঁড়ালেন তাদের সমবেদনা জানালেন এবং সব সময় আপনাদের পাশে আছি এই আশ্বাস দেন তিনি। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতেই তারা কাজে যোগদান করেছিলেন। তারা যা বেতন পেতেন তা দিয়েই ভালোভাবে চলছিল সংসার। কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ যেতেই আগামী দিনে কিভাবে আর সংসার চালানো হবে তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। তিনজনের দেহ ফিরে আসার অপেক্ষায় এখন দিন গুনছেন মৃতের পরিবারের সদস্যরা ।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2024 11:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Workers Death: দু-মুঠো ভাতের জন্য ভিন রাজ্যে কাজ! বাড়ি আর ফেরা হল না মুর্শিদাবাদের তিন যুবকের! পথেই সব শেষ!