বাবা পরিযায়ী শ্রমিক, মেয়ে বাংলার গর্ব! ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় সোনা জয় মুনিয়ার
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
National Yoga Championship: এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন, সোনা জিতে রাজ্য তথা পূর্ব মেদিনীপুরের নাম উজ্জ্বল করলেন মুনিয়া
পাঁশকুড়া, সৈকত শীঃ বাবা পরিযায়ী শ্রমিক। মেয়ের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন। ১২ বছরের মুনিয়া সেই স্বপ্নের পথে আরও একধাপ এগিয়ে গেল। ৩৭ তম ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে এবার সোনার পদক জিতল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মুনিয়া মন্ডল। তাঁর সাফল্যে খুশি পরিবার থেকে শুভানুধ্যায়ীরা। পাঁশকুড়া ব্লকের প্রত্যন্ত গ্রাম রুপচকে পরিবারের সঙ্গে বসবাস করে মুনিয়া। সে পাঁশকুড়ার পূর্বচিল্কা লালচাঁদ হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। পড়াশোনার পাশাপাশি যোগাসনই ধ্যান-জ্ঞান। এবার সেই যোগাতেই বড় সাফল্য পেলেন মুনিয়া।
অল ইন্ডিয়া যোগা কালচারাল ফেডারেশনের আয়োজিত ৩৭ তম যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল মহারাষ্ট্রের নাগপুরে। ওই প্রতিযোগিতায় মেয়েদের যোগাসনে অংশ নেয় মুনিয়া। প্রতিযোগিতায় ওভার অল উইমেন ট্র্যাডিশনাল বিভাগে অংশ নিয়ে সোনার পদক জয় করে সে। সেই সঙ্গে রাজ্য তথা পূর্ব মেদিনীপুরের নাম উজ্জ্বল করে। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পাল্টে গেল উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পদ্ধতি! ৪০ নম্বরের শুধু…! পরীক্ষা দিয়ে কী বলছেন পড়ুয়ারা?
ষষ্ঠ শ্রেণির পড়ুয়া মুনিয়া ২০২১ সাল থেকে যোগা প্রশিক্ষণ করেন। এরপর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে সে। এবার ন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান দখল করে সোনার পদক ছিনিয়ে নিলেন পাঁশকুড়ার এই ছাত্রী।
advertisement
advertisement
মুনিয়ার বাবা পরিযায়ী শ্রমিক, মা গৃহবধূ। দাদুর ইচ্ছেতে শরীরচর্চার জন্য মুনিয়াকে যোগাসনে ভর্তি করা হয়। সেই যোগাসনেই বর্তমানে একের পর এক জয়। মেয়ের এই সাফল্যে খুশি মুনিয়ার মা। তিনি জানান, ‘মেয়ের শরীর-স্বাস্থ্যের কথা মাথায় রেখে যোগা ক্লাসে ভর্তি করেছিলাম। তারপর পড়াশোনার পাশাপাশি যোগাসনের প্রতি মুনিয়ার ভালবাসা লক্ষ্য করা যায়। বাড়িতে সময় পেলেই বিভিন্ন ধরণের যোগা করত। মেয়ের এমন সাফল্যে সত্যিই খুব ভাল লাগছে’।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যোগাসন এবং পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে মুনিয়া। ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য মুনিয়া দুবাই পাড়ি দেবে। তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক অবস্থা। যদিও এই বিষয়ে মুনিয়ার পাশে রয়েছেন তাঁর যোগা প্রশিক্ষক মানস পাল। আন্তর্জাতিক যোগা কম্পিটিশনে মুনিয়া যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য সবরকমভাবে চেষ্টা চালাচ্ছেন তিনি।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা পরিযায়ী শ্রমিক, মেয়ে বাংলার গর্ব! ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় সোনা জয় মুনিয়ার