Migrant Worker: আগেই হারিয়েছেন স্ত্রীকে, এবার বাংলাভাষা বলায় পরিযায়ী শ্রমিককে মারধর-মৃ*ত্যু, বাড়িতে অনাথ ২ ছেলে-মেয়ের হাহাকার

Last Updated:

পরিবারকে ক্ষতিপূরণ সহ ভিন রাজ্যের পুলিশদের অত্যাচারের, শাস্তির দাবি তুলছেন তারা। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। 

শোকগ্রস্ত পরিবার
শোকগ্রস্ত পরিবার
উত্তর ২৪ পরগনা: মহারাষ্ট্র পুলিশের নির্যাতনে মৃত্যু হল হাবরার পরিযায়ী শ্রমিকের! ক্ষোভে ফুঁসছে গোটা পরিবার। বাংলা ভাষায় কথা বলার অপরাধে বাংলাদেশি ভেবে মহারাষ্ট্র পুলিশ তুলে নিয়ে যায় পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডলকে।
অভিযোগ, দু’মাস আগে চার দিন ধরে আটকে রেখে তাঁকে অকথ্য অত্যাচার করা হয়। সেই সময়  খেতে না দেওয়া এবং শারীরিকভাবে নির্যাতনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর কোনক্রমে বাড়ি ফিরে কিছুটা সুস্থ হলেও, ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের।
advertisement
advertisement
গোলাম মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। সাত মাস আগে স্ত্রী মারা গিয়েছেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ছিল সংসার। বাবার মৃত্যুতে কার্যত দিশেহারা সন্তানরা।
এর আগে অসুস্থ অবস্থায় কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই গোলাম মণ্ডল। তাঁর পাশে বসেছিলেন সামাজ কর্মী পূর্ণেন্দু বসু। সেখানেও তিনি জানিয়েছিলেন মহারাষ্ট্র পুলিশের নির্যাতনের কথা। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের উপর এমন অন্যায় আচরণ মেনে নেওয়া যায় না। পরিবারকে ক্ষতিপূরণ সহ ভিন রাজ্যের পুলিশদের অত্যাচারের, শাস্তির দাবি তুলছেন তারা। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
advertisement
রুদ্র নারায়ন রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migrant Worker: আগেই হারিয়েছেন স্ত্রীকে, এবার বাংলাভাষা বলায় পরিযায়ী শ্রমিককে মারধর-মৃ*ত্যু, বাড়িতে অনাথ ২ ছেলে-মেয়ের হাহাকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement