#ডোমকল: বাড়ি ফিরতে না পেরে মানসিক অবসাদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত এক পরিযায়ী শ্রমিক। মৃত শ্রমিকের নাম সাহাবান মন্ডল(২৮)। কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন মাস তিনেক আগে। ওই শ্রমিকের বাড়ি ডোমকলের সারাংপুর পঞ্চায়েতের মালতি পুর গ্রামের।
পরিবারের দাবি, লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যায়। হাতে টাকা পয়সাও ছিল না। মানসিকভাবে ভেঙে পড়েছিল। এরপর সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয় ও স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সভাধিপতি মোশারফ হোসেন বলেন, পরিবারের পাশে আমরা আছি। সরকারি সাহায্য যাতে পায় তার ব্যবস্থা করা হবে। সংসারটা একটু ভালোভাবে চালানোর জন্যই গিয়েছিল কেরলে। মঙ্গলবার সকালেই বাড়িতে মৃত্যুর খবর আসতেই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
মৃতের দিদি সেলিনা বিবি বলেন, কাজ না থাকায় চলে গিয়েছিল কাজ করতে। সেখানে গিয়ে কাজ বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরতে পারছিল না। তারপর এই মৃত্যুর খবর আসে। মৃতের স্ত্রী আশুরা বিবি বলেন, টাকা না থাকায় ফিরতে পারছিল না। কান্নাকাটি করছিল। এরপরই খবর পাই হাসপাতালে মারা গেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।