আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, বিডিও অফিসে ঢুকে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার

Last Updated:

এ বার পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অশোক দিন্দা৷

#ময়না: আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা৷ এ দিন ময়নায় তৃণমূলের একটি মিছিল থেকে অশোক দিন্দার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ ইটের আঘাতে তিনি নিজে আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী৷ অশোর দিন্দার আরও দাবি, তৃণমূলের হামলায় বিজেপি-র এক কর্মী গুরুতর আহত হয়েছেন৷ এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷
এ বার পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অশোক দিন্দা৷ বিজেপি প্রার্থীর দাবি অনুযায়ী, এ দিন দুপুরে প্রচার সেরে তিনি বাড়ি ফিরছিলেন৷ সেই সময় স্থানীয় একটি বাজার দিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহানের একটি রোড শো যাচ্ছিল৷ অশোক দিন্দার দাবি, তৃণমূলের মিছিল দেখে তাঁর গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়৷ তা সত্ত্বেও গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী৷ তাঁর দাবি, গাড়ির কাচ ভেঙে ইটের টুকরো এসে তাঁর ঘাড়ের কাছে লাগে৷ কোনওক্রমে গাড়ির সিটের নীচে ঢুকে আত্মরক্ষা করেন তিনি৷ এর পর কোনওমতে একটি বিডিও অফিসে গিয়ে তিনি আশ্রয় নেন বলে দাবি করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার৷ হামলায় অশোক দিন্দার গাড়ির পিছনের দিকের কাচ সম্পূর্ণ ভেঙে যায়৷
advertisement
বিজেপি প্রার্থী অবশ্য দাবি করেছেন, তাঁর সঙ্গে থাকা বিজেপি-র এক কর্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন অশোক দিন্দা৷ তবে তিনি নিজের চিকিৎসা এখনও করাতে পারেননি বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী৷ তিনি বলেন, 'খুব যন্ত্রণা হচ্ছে৷ কিন্তু শরীরের পিছন দিকে লেগেছে বলে আঘাত কতটা গুরুতর বুঝতে পারছি না৷ কোনওমতে গাড়ির সিটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছি৷' তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ অশোক দিন্দার অভিযোগ, শাহজাহান আলি নামে স্থানীয় এক তৃণমূল নেতার নেতৃত্বেই এই হামলা হয়েছে৷ প্রচারের শেষ দিনে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে৷ এ দিন তমলুকেও সংঘর্ষে জড়ান তৃণমূল এবং বিজেপি সমর্থকরা৷
advertisement
advertisement
Eron Roy Burman
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, বিডিও অফিসে ঢুকে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement