আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, বিডিও অফিসে ঢুকে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার

Last Updated:

এ বার পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অশোক দিন্দা৷

#ময়না: আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা৷ এ দিন ময়নায় তৃণমূলের একটি মিছিল থেকে অশোক দিন্দার গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ ইটের আঘাতে তিনি নিজে আহত হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী৷ অশোর দিন্দার আরও দাবি, তৃণমূলের হামলায় বিজেপি-র এক কর্মী গুরুতর আহত হয়েছেন৷ এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷
এ বার পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে বিজেপি-র হয়ে ভোটে লড়ছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অশোক দিন্দা৷ বিজেপি প্রার্থীর দাবি অনুযায়ী, এ দিন দুপুরে প্রচার সেরে তিনি বাড়ি ফিরছিলেন৷ সেই সময় স্থানীয় একটি বাজার দিয়ে তৃণমূল সাংসদ নুসরত জাহানের একটি রোড শো যাচ্ছিল৷ অশোক দিন্দার দাবি, তৃণমূলের মিছিল দেখে তাঁর গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে যায়৷ তা সত্ত্বেও গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী৷ তাঁর দাবি, গাড়ির কাচ ভেঙে ইটের টুকরো এসে তাঁর ঘাড়ের কাছে লাগে৷ কোনওক্রমে গাড়ির সিটের নীচে ঢুকে আত্মরক্ষা করেন তিনি৷ এর পর কোনওমতে একটি বিডিও অফিসে গিয়ে তিনি আশ্রয় নেন বলে দাবি করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার৷ হামলায় অশোক দিন্দার গাড়ির পিছনের দিকের কাচ সম্পূর্ণ ভেঙে যায়৷
advertisement
বিজেপি প্রার্থী অবশ্য দাবি করেছেন, তাঁর সঙ্গে থাকা বিজেপি-র এক কর্মীর মাথায় গুরুতর আঘাত লেগেছে৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন অশোক দিন্দা৷ তবে তিনি নিজের চিকিৎসা এখনও করাতে পারেননি বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী৷ তিনি বলেন, 'খুব যন্ত্রণা হচ্ছে৷ কিন্তু শরীরের পিছন দিকে লেগেছে বলে আঘাত কতটা গুরুতর বুঝতে পারছি না৷ কোনওমতে গাড়ির সিটের নীচে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছি৷' তবে এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ অশোক দিন্দার অভিযোগ, শাহজাহান আলি নামে স্থানীয় এক তৃণমূল নেতার নেতৃত্বেই এই হামলা হয়েছে৷ প্রচারের শেষ দিনে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়েছে৷ এ দিন তমলুকেও সংঘর্ষে জড়ান তৃণমূল এবং বিজেপি সমর্থকরা৷
advertisement
advertisement
Eron Roy Burman
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আক্রান্ত বিজেপি প্রার্থী অশোক দিন্দা, বিডিও অফিসে ঢুকে বাঁচলেন প্রাক্তন ক্রিকেটার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement