Hooghly News: ২০০ বছর ধরে উত্তরপাড়ার এই লাইব্রেরিতে স‌যত্নে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের কক্ষ ও ব্যবহৃত আসবাব!

Last Updated:

মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মদিবস উপলক্ষে হুগলির উত্তরপাড়ার শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী

+
কবি

কবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্ম দিবস

হুগলি: মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মদিবস উপলক্ষে হুগলির উত্তরপাড়ার শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। উত্তরপাড়া পৌরসভা পরিচালিত আজাদ হিন্দ গ্যালারিতে শুরু হয়েছে কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে এক্সিবিশন। সেখানে যেমন রাখা রয়েছে তার লেখা বিভিন্ন বই তেমনি মাইকেল মধুসূদন দত্তের এপিটাপ আর্কাইভ প্রদর্শন করা হয়েছে ছবি ও লেখার মাধ্যমে।একই সঙ্গে উত্তরপাড়া পৌরসভার পক্ষ থেকে কবি কে শ্রদ্ধা জানাতে এই দিন সকালে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। উত্তরপাড়া এলাকার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে মাইকেল মধুসূদন দত্তের ছবি প্ল্যাকার পোস্টার নিয়ে পথে হাঁটেন ছাত্র ছাত্রী সহ এলাকার মানুষরা।
১৮২৪ খ্রিস্টাব্দে ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলে কবি মধুসূদন দত্ত। বাংলার সাহিত্য জগতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত তার শেষ জীবনের এক বড় অংশ কাটিয়েছিলেন উত্তরপাড়ার নদীর তীরবর্তী জায়গায়। বর্তমানে যা উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরী নামে পরিচিত সেই বাড়ি ছিল কবি মাইকেল মধুসূদন দত্তের শেষ বয়সের ঠিকানা। জীবনের একটা বড় অংশ তিনি কাটিয়ে গিয়েছেন হুগলির উত্তরপাড়াতেই। কবি মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত আসবাবপত্র তা সবকিছুই হয়েছে মধুসূদন কক্ষে। যে ঘরে মাইকেল মধুসূদন দত্ত তার শেষ বয়স কাটিয়ে ছিলেন আজও সেই ঘর কে আলাদাভাবে সংরক্ষিত করা হয়েছে মধুসূদন কক্ষ হিসেবে। শেষ জীবনে বিভিন্ন সাহিত্য রচনা করেছেন শুধু গঙ্গা তীরবর্তী এই বাড়িতে।
advertisement
advertisement
এই বিষয়ে উত্তরপাড়া জয় কৃষ্ণ লাইব্রেরী টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অর্পিতা চক্রবর্তী তিনি বলেন, উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরীতে কবি মাইকেল মধুসূদন দত্ত তার শেষ বয়সে এসে থেকেছেন। তার জীবন কালে সবকিছু কষ্টের সময় তিনি কাটিয়েছিলেন এই লাইব্রেরি ভবনে। জানা যায় তাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি লাইব্রেরী দ্বিতীয় কক্ষে মধুসূদন ভবনেই থাকতেন। তার স্ত্রী পুত্র তার সঙ্গে এসে থাকতেন। এমনকি তার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তার এবং তার স্ত্রী এর সমাধি যেন তৈরি হয় এই লাইব্রেরীর মাঠেই। তবে সেই সময় গোড়া ব্রাহ্মণ্যবাদের জন্য তাতে সহমত হয়নি একাংশের মানুষ। তবে মাইকেলের ২০০ বছরের জন্মদিনে এখনও সাহিত্যের প্রতি তার যা অবদান সেই কারণে নতুন প্রজন্ম থেকে পুরাতন প্রজন্ম সকলের কাছেই মহাকবি হিসেবে রয়েছেন মধুসূদন দত্ত।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরো প্রধান দিলীপ যাদব তিনি জানান,  পুরসভার পুরোপ্রধান হিসেবে এলাকার যে ইতিহাস তা মানুষের কাছে তুলে ধরার জন্যই এই প্রয়াস। এলাকার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা তারা আসছেন এই প্রদর্শনী দেখতে। এর ফলে সাহিত্যের প্রতি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা উদ্বুদ্ধ হবে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ২০০ বছর ধরে উত্তরপাড়ার এই লাইব্রেরিতে স‌যত্নে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের কক্ষ ও ব্যবহৃত আসবাব!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement