#বীরভূম: সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন ছাত্র প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে হবে মিউজিয়াম। সিদ্ধান্ত সিউড়ি বিদ্যাসাগর কলেজ কর্তৃপক্ষের।
প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় | তাই তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক অধ্যাপিকাবর্গ ও অধ্যক্ষ | তাঁর স্মৃতিচারণায় কলেজেই তৈরি করা হবে তাঁর ব্যবহৃত জিনিস পত্রের সংগ্রহশালা | যে বট গাছের নীচে তিনি বসতেন বা যে ছাত্রাবাসে তিনি থাকতেন তার মধ্যবর্তী একটি ঘরেই করা হবে এই সংগ্রহশালা। প্রসঙ্গত ১৯৫২ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত প্রণব মুখোপাধ্যায় পড়েছেন এই কলেজে | বাংলা অনার্সের ছাত্র ছিলেন তিনি |
রাষ্ট্রপতি হওয়ার পরও বিদ্যাসাগর কলেজে এসে দ্বারোদ্ঘাটন করে গিয়েছেন অরবিন্দ ভবনের | লিখে গিয়েছিলেন ভিজিটার বুকে। সেই সব লেখা থাকবে মিউজিয়ামে। সিউড়ী বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ তপন কুমার পরিচ্ছা জানিয়েছেন খুব শিগগিরই এই মিউজিয়াম গড়ে তোলা হবে। প্রণব মুখোপাধ্যায় যখন কলেজে পড়তেন সেই সময়কার সহপাঠীদের সাক্ষাৎকার নিয়ে সেই সাক্ষাৎকারও রাখা হবে মিউজিয়ামে। প্রণব মুখোপাধ্যায় আর সিউড়ি বিদ্যাসাগর কলেজ এরকম ছবিও সংগ্রহ করা হবে সবকিছুই স্থান পাবে এই মিউজিয়ামে।
Supratim Das