Hooghly News: ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল! নিট পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় ৯ দিন ধরে নিখোঁজ মেধাবী ছাত্র 

Last Updated:

Hooghly News: নিট পরীক্ষায় অনুরূপ ফল না হওয়ার জন্য বাড়ি থেকে নিখোঁজ মেধাবী ছাত্র। ৪ তারিখ থেকে আজ ১৩ তারিখ  ৯ দিন ধরে ছেলের অপেক্ষায় চোখের জলে ভাসাচ্ছেন পরিবার। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।

+
চোখের

চোখের জলে ভাসাচ্ছে পরিবার

হুগলি: নিট পরীক্ষায় অনুরূপ ফল না হওয়ার জন্য বাড়ি থেকে নিখোঁজ মেধাবী ছাত্র। ঘটনাটি ঘটেছে পোলবার উচাই গ্রামে। নিখোঁজ ওই ছাত্রের নাম সৌদীপ বাগ। হুগলি কলেজিয়েট স্কুলের ওই ছাত্র নিটের ফল প্রকাশের রাত থেকেই বাড়ি থেকে নিখোঁজ। ৪ তারিখ থেকে আজ ১৩ তারিখ  ৯ দিন ধরে ছেলের অপেক্ষায় চোখের জলে ভাসাচ্ছেন পরিবার। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে।
পোলবার উচাই গ্রামের বাসিন্দা সুজয় ও দীপালী বাগের একমাত্র ছেলে সৌদীপ এবার নিট পরীক্ষা দিয়েছিল। হুগলি কলিজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সৌদীপ। তার আগে পাউনান হাই স্কুল থেকে মাধ্যমিক। স্কুলে প্রথম থেকে ফার্স্ট হত সে। মাকে বলত ডাক্তার হতে চায়। সেই মত পড়াশোনা শুরু করে। চুঁচুড়া গৃহশিক্ষকদের কাছে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পাশাপাশি কলকাতার বিভিন্ন ইন্সটিটিউটে অনলাইন কোচিং নিতে থাকে। মক টেস্ট গুলোতে খুব ভাল নম্বরও পায়। ৭২০-তে ৬৭০ নম্বর পায় শেষ মক টেস্টে। নিট পরীক্ষা দিয়ে মাকে ফোন করে জানায় ভাল হয়েছে পরীক্ষা। সে পাশ করবেই। গত ৪ঠা জুন নিটের ফল বেরোয়।সেদিন থেকেই নিখোঁজ সৌদীপ।
advertisement
advertisement
দীপালী দেবী জানান,সন্ধায় লুচি তরকারি খাবে বলল ছেলে।দোতলায় ছিল নিজের ঘরে।আটটা নাগাদ একটা শব্দ হল।আমি আর ওর বাবা গিয়ে দেখি ঘরে নেই।তারপর খোঁজাখুঁজি শুরু হয়।গ্রামের লোকজন প্রতিবেশিরা সবাই মিলে খুঁজতে শুরু করে। কোনও সন্ধান মেলে না। গত দু’বছর ধরে খুব খেটেছে। বই মুখে দিয়ে পরে থাকত।আমরা কোনও চাপ দিতাম না।পরিশ্রম করেছিল ওর বিশ্বাস ছিল নিট ক্র্যাক করবে।কিন্তু কি যে হল।সৌদীপের পিসতুতো দাদা ইন্দ্রজিৎ ধারা বলেন,ভাই ছোটো থেকেই মেধাবী।ও যেভাবে প্রস্তুতি নিয়েছিল এত খারাপ ফল হতে পারে ভাবতে পারিনি।ওই দিন নিটের ফল বেরিয়েছে সেটা বাড়ির কেউ জানত না।পরে ওর এক বন্ধুর সঙ্গে কথা বলে জানতে পারি ফল বেরোনোর কথা।এবার শুনছি নিটের ফলাফলে অনেক দূর্নীতি হয়েছে।জানিনা ঠিক কি হয়েছে।তবে ডাক্তারি পড়ার আশা ভঙ্গ হওয়াতেই সৌদীপ বাড়ি থেকে কোথাও চলে গেছে।
advertisement
পোলবা থানায় নিখোঁজ ডায়রির পর পুলিশও খোঁজ শুরু করে। বিভিন্ন রেল স্টেশন থেকে হাসপাতাল কোনও সূত্র পাওয়া যায়নি এখন। ছেলের চিন্তায় ঘুম নেই মায়ের। কেঁদে কেঁদে দিন কাটছে। সৌদীপের বাবা অবসর প্রাপ্ত শিক্ষক সুজয় বাগ বলেন, ছেলে যেখানেই থাকুক সুস্থ অবস্থায় বাড়ি ফিরুক।দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই।।।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল! নিট পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় ৯ দিন ধরে নিখোঁজ মেধাবী ছাত্র 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement