Viswa Bharati Merit List: একশোয় দুশো শতাংশ নম্বর, বিশ্বভারতীর মেধা তালিকা দেখে চোখ কপালে পড়ুয়াদের

Last Updated:

বিশ্বভারতীর (Viswa Bharati) বিনয় ভবনে এডুকেশন বিভাগে স্নাতকোত্তরে ভর্তির জন্য গত ১৪ সেপ্টেম্বর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় (Viswa Bharati Merit List)৷

বিশ্ব ভারতীর মেধা তালিকায় বিভ্রাট৷
বিশ্ব ভারতীর মেধা তালিকায় বিভ্রাট৷
#বোলপুর: কেউ পেয়েছেন একশোয় দুশো শতাংশ নম্বর, কেউ আবার ১৯৮ শতাংশ৷ কোনও সাধারণ প্রতিষ্ঠান নয়, বিশ্বভারতীর (Viswa Bharati) মেধা তালিকাতেই এমন নম্বর বিভ্রাট৷ তাও জ্বলজ্বল করছে বিশ্বভারতীর ওয়েবসাইট৷ এমন ত্রুটিপূর্ণ মেধা তালিকা দেখে তা নতুন করে প্রকাশের দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা৷ যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিশ্বভারতী কর্তপক্ষ (Viswa Bharati Merit List)৷
বিশ্বভারতীর (Viswa Bharati) বিনয় ভবনে এডুকেশন বিভাগে স্নাতকোত্তরে ভর্তির জন্য গত ১৪ সেপ্টেম্বর প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়৷ মোট ৬০ নম্বরের অনলাইন পরীক্ষা হয়৷ বাকি চল্লিশ নম্বর হিসেব করা হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ সেই প্রবেশিকা পরীক্ষার ফলই এ দিন প্রকাশিত হয় বিশ্বভারতীর ওয়েবসাইটে৷
advertisement
advertisement
মেধা তালিকায় পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে৷ কারণ, এডুকেশন বিভাগের স্নাতোকোত্তর পাঠক্রমের মেধা তালিকা অনুযায়ী পীযূষ কান্তি সাঁই নামে এক ছাত্রের প্রাপ্ত নম্বর ২০০.২৮ শতাংশ৷ অরূপ বেরা নামে আরও এক ছাত্রের প্রাপ্ত নম্বর ১৯৮.৩৮ শতাংশ৷ মোট পরীক্ষার মানই যেখানে একশো, সেখানে পরীক্ষার্থীরা কীভাবে তার থেকে বেশি নম্বর পেয়ে গেলেন, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
কীভাবে মেধা তালিকায় এমন বিভ্রাট হল, তা নিয়ে কোনও মন্তব্য করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বান সরকারও এই প্রশ্নের কোনও জবাব দিতে চাননি৷ এমন কি বিষয়টি সামনে আসার পরও ভুল সংশোধনে কোনও পদক্ষেপ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ৷ এমন কি, এ দিন দুপুর পর্যন্ত ওই ত্রুটিপূর্ণ মেধা তালিকা বিশ্বভারতীর ওয়েবসাইট থেকে সরানোও হয়নি বলে অভিযোগ৷
advertisement
এই পরিস্থিতিতে প্রবেশিকা পরীক্ষায় বসা ছাত্রছাত্রীরা নতুন করে মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন৷ আরও অভিযোগ, বিনয় ভবনে স্নাতকোত্তর পাঠক্রমে ভর্তির জন্য মোট আসনের পঁচিশ শতাংশ বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত থাকে৷ অভিযোগ, সেই তালিকাতেও বাইরের ছাত্রছাত্রীদের নাম ঢুকিয়ে দেওয়া হয়৷ বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে এমন বিভ্রাট কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
advertisement
Indrajit Ruj
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viswa Bharati Merit List: একশোয় দুশো শতাংশ নম্বর, বিশ্বভারতীর মেধা তালিকা দেখে চোখ কপালে পড়ুয়াদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement