JNU-র পর এবার বিশ্বভারতী, ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ ABVP-র বিরুদ্ধে !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওয়ে মারমুখী বেশ কয়েক জনকে দেখা গিয়েছে ভাঙা উইকেট ইত্যাদি হাতে।
#বোলপুর: JNU-র পর এবার বিশ্বভারতী। ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ উঠল এবিভিপি-র বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিদ্যাভবন বয়েজ হস্টেলের সামনে অর্থনীতি বিভাগের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ্যায়কে মারধর করেন এবিভিপি সমর্থকরা।
অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। আহত ছাত্রকে বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রনেতা অচিন্ত্য বাগদি, সাবির আলির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, হাসপাতালেও চড়াও হয় হামলাকারীরা। হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার সকালেও আটোসাঁটো নিরাপত্তা। গত কয়েকদিন ধরে NRC, CAA-র বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ, মিছিল করছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বামপন্থী পড়ুয়ারা।
advertisement
SOS Visvabharati University Rightwing attack on students continues in Bengal. Today students of VU have been attacked by ABVP goons from outside who have also chased them to hospital where d injured students r taken.Teachers who stood in solidarity with d students r also targeted pic.twitter.com/KVbLV8RK6i
— Madhurima (@Madhurima_ML) January 15, 2020
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওয়ে মারমুখী বেশ কয়েক জনকে দেখা গিয়েছে ভাঙা উইকেট ইত্যাদি হাতে। বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতাল সূত্রে খবর, সেখানে ভর্তি স্বপ্ননীল মুখোপাধ্যায় ও শুভ নাথ নামে দুই ছাত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 16, 2020 8:56 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
JNU-র পর এবার বিশ্বভারতী, ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের মারধরের অভিযোগ ABVP-র বিরুদ্ধে !