#মেমারি: ছেলের হাতে নির্মম পরিণতি মায়ের! চাহিদমতো টাকা না পেয়ে মাকে ভারীবস্তু দিয়ে আঘাত করে খুন করলো ছেলে। মৃতার নাম রুপালি প্রামানিক (৪৪)।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মেমারির সাতগাছিয়া ভারখান্ডা এলাকায়। অভিযুক্ত রাজীব প্রামানিক কে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রূপালী প্রামানিককে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে রাজীব।সেখানেই লুটিয়ে পরে রূপালী প্রামাণিক।
আরও পড়ুন - Biriyani Bill: বিরিয়ানির বিল চোখ কপালে তোলার মতো, জম্মু-কাশ্মীর ফুটবল অ্যাসোসিয়েশনে ৪৩ লক্ষ টাকা খরচ
পরে তাকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটিকে বর্ধমান হাসপাতালে পাঠিয়েছে।
Saradindu Ghoshনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Memari, Purba bardhaman