পুণেতে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলার হয়ে লড়বে হুগলির ‘কোনি’ মেহুলি
Last Updated:
এমনিতে লক্ষ্মী মেয়ে। হতে চায় সোনার মেয়ে। ৬ বছরে জলে হাতেখড়ি। দশ বছরের সেই মেয়েই এবার বাংলার হয়ে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। লক্ষ্য জলে নেমে সোনা আনা।
#বৈদ্যবাটী: এমনিতে লক্ষ্মী মেয়ে। হতে চায় সোনার মেয়ে। ৬ বছরে জলে হাতেখড়ি। দশ বছরের সেই মেয়েই এবার বাংলার হয়ে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। লক্ষ্য জলে নেমে সোনা আনা। পুণেতে শনিবার থেকে প্রতিযোগিতা শুরু।
ফাইট কোনি ফাইট ৷ এবার হুগলির কোনি তৈরি।
বৈদ্যবাটীর বছর দশেকের মেহুলি ঘোষ। পঞ্চম শ্রেণির ছাত্রী মেহুলি ৷ মাত্র ৬ বছর বয়সেই জলে হাতেখড়ি।
advertisement
তারপর থেকে জলেই দাপাদাপি। হুগলি জেলা থেকে এবার মোট তেরো জন, পুণেতে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন। তাঁর মধ্যে বয়সে সবচেয়ে ছোট মেহুলি। সাব জুনিয়র বিভাগে বাংলার হয়ে ফাইট করবে হুগলির কোনি, মেহুলি।
advertisement
পুণেতে যাওয়ার আগে আত্মবিশ্বাস ঝরে পড়ল পুঁচকের গলায় ৷ ‘‘পুনায় যাচ্ছি। চারটে ইভেন্টে অংশ নেব। চারটেতেই গোল্ড আনব। আগামী দিনে দেশের হয়েও সোনা আনব ৷’’
মেহুলির পরিবারও রয়েছে তার পাশে ৷ মা সঞ্চিতা ঘোষ বললেন, ‘‘ওর লক্ষ্যের প্রতি বাধা হয়ে দাঁড়াব না। এগিয়ে যাক। ও পারবে।’’
advertisement
একরাশ স্বপ্ন নিয়ে জলে নামছে মেহুলি। জল থেকে সোনা তুলে আনাই তাঁর লক্ষ্য।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2018 1:36 PM IST