অবিকল কুমার শানুর মতো দেখতে! ভাইরাল এই ব্যক্তির আসল পরিচয় জেনে নিন
- Published by:Suman Majumder
- hyperlocal
Last Updated:
Kumar Sanu lookalike: যেমন দেখতে, তেমনই গলার স্বরও ঠিক কুমার শানুর মতোই। কে এই ব্যক্তি, চিনে নেন।
রামপুরহাট: বিখ্যাত গায়ক কুমার শানুকে নিশ্চয়ই কেউ সামনে থেকে, আবার কেউ টিভিতে, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তাঁকে ৮ থেকে ৮০ সকলেই চেনেন।
গলায় হার, আঙুলে আঙটি,হাতে ঘড়ি পরেই অভ্যস্ত গায়ক কুমার শানু। কিন্তু বীরভূম জেলার রামপুরহাটের কুমার শানুকে যদি দেখেন, ধরতেই পারবেন না কে আসল আর কে নকল!
গলার স্বরও ঠিক কুমার শানুর মতোই। গান শুনলে আপনি বুঝতেই পারবেন না, এই গান রামপুরহাট শহরের কলেজ পাড়ার বছর ৪৪ এর পেশায় দলিল লেখক কাজীবর রহমান ওরফে কাজী গাইছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- একের পর এক গাড়ি ছিনতাই বর্ধমান রুটে! বড় কোনও অপরাধের ইঙ্গিত!
পেশায় দলিল লেখক হলেও গান তাঁর আসল নেশা। কুমার শানুর মতোই গান গাইতে পারেন তিনি। দেখতেও একদম কুমার শানুর মতো। হ্যাঁ রামপুরহাটের এই কাজীবর এখন সোশ্যাল মিডিয়ায় কুমার শানু LITE নামে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তবে তার একবার হলেও ইচ্ছা কুমার শানুকে সামনে থেকে দেখার।
advertisement
কাজীবর রহমান কিশোর কুমারের গাওয়া গান দিয়ে প্রথম পথচলা শুরু করলেও এখন কুমার শানুর গান গেয়ে হিট। অঙ্গভঙ্গি, গানের গলা, পোশাক পরিচ্ছদ সব কিছুই কুমার শানুর মতো বেশ রপ্ত করেছেন তিনি।
পেশা দলিল লেখা হলেও ফাঁক পেলেই বাড়িতে গানের রেওয়াজ করেন কাজীবর। কাজের ফাঁকে অনেক স্টেজ শো করেছেন তিনি। সম্প্রতি তাঁর গাওয়া ‘মেরা দিলভি কিতনা পাগল হে’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে।
advertisement
চোখ বুজে আপনি গানটা শুনলে ধরতেই পারবেন না যে গানটা কে গেয়েছেন! ছোট থেকেই কাজীবরের গান করার স্বপ্ন ছিল। তাই পেশা না হলেও নেশা হিসেবে তিনি গানকে বেছে নিয়েছেন। অবসর সময়ে কুমার শানুকে নকল করে যে অঙ্গভঙ্গি করেন, সেগুলি তাঁর নিজস্ব ইউটিউব ও ফেসবুক পেজে শেয়ার করে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন- চড়ছে পারদ, পলাশে রাঙা পুরুলিয়ায় সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? জানুন পূর্বাভাস
কাজীবর বাবু বলেন, “প্রিয় শিল্পী কুমার শানুর সঙ্গে একবার সামনা সামনি দেখা করার ইচ্ছা আছে। আমার ওঁকে খুব ভাল লাগে। ওঁকে খুব শ্রদ্ধা করি। ওঁর গান আমার খুব প্রিয়। আমি যখন সময় পাই তখন এইসব নিয়েই মেতে থাকি। শানু দার গাওয়া গানগুলো রেওয়াজ করি।”
advertisement
Soutik Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 6:30 PM IST