Meenakshi Mukherjee: লক্ষ্য 'ব্যালট'! ‘লড়াই এবার বুথে বুথে‘, ব্রিগেডের পর গর্জে উঠলেন মিনাক্ষী
- Written by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Meenakshi Mukherjee: দলীয় কর্মীর মৃত্যুতে শ্রদ্ধা ও শোক জানাতে পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়ায় এসে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
পূর্ব মেদিনীপুরঃ দলীয় কর্মীর মৃত্যুতে শ্রদ্ধা ও শোক জানাতে পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়ায় এসে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
তিনি বলেন, ‘ ব্রিগেডের লড়াই এবার বুথে বুথে। ব্রিগেডে একটা বিস্ফোরণ ঘটেছিল। বুথের লড়াই পঞ্চায়েতের লড়াই। যে কমরেড আমাদের মারা গিয়েছেন তাঁর স্ত্রীও মার খেয়েছেন। একা তো তিনি মার খাননি। গোটা এলাকায় কীভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে তা সবাই দেখেছে। অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে। তাহলে যদি কোন একটা ভোট সেটা যদি ২০২৪-এর ভোট হয়, লোকসভা ভোট, অত্যাচারের বিরুদ্ধে ভোট হয় তাহলে বুথের তা আসল লড়াই। আসল কথা-মানুষ লড়ছেন।’
advertisement
advertisement
শাজাহান ইস্যুতে পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন, ‘দেখুন পুলিশ চোর খুনির ডাকাতদেরকে ধরতে তৎপর না। পুলিশ তৎপর সাধারণ মানুষ যদি মার খায় সাধারণ মানুষের টাকা পয়সা চাল চাকরি বিক্রি হয়ে গেলে সেই মানুষ যদি লড়াই করে তাঁকে পেটানোর জন্য পুলিশ তৎপর। তৃণমূলের নেতা যদি চুরি করে, তৃণমূলের নেতা যদি দৌরাত্মি করে, তৃণমূলের নেতা যদি জুলুমবাজি করে, আর এলাকার গুন্ডারা যদি বুক বাজিয়ে ঘুরে বেড়ায় তখন পুলিশের খুব খুশি হয়। সেখানে পুলিশ তৎপর হয় না।’
advertisement
ইডিকে তৃণমূলের বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “ইডি, সিবিআইকে কেন বাধা দেবে তৃণমূল? তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের কি চোরেদের পাহারাদার তৈরী করছে নাকি?” তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের প্রতি মীনাক্ষী মুখার্জির ভেবে দেখার আবেদন করেন, ‘আপনাদের লেঠেল বাহিনী তৈরী করছে না তো দল, চোর গুন্ডাদের বাঁচানোর জন্য ?’ বললেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী।
advertisement
ব্রিগেড মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বাসিন্দা কার্তিক জানার। আজ তাঁর বাড়িতে এসে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মীনাক্ষী মুখার্জী-সহ দলের নেতাকর্মীরা। ৬৮ বছর বয়সী কার্তিক জানা দীর্ঘদিনের বাম কর্মী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2024 6:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Meenakshi Mukherjee: লক্ষ্য 'ব্যালট'! ‘লড়াই এবার বুথে বুথে‘, ব্রিগেডের পর গর্জে উঠলেন মিনাক্ষী









