ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ, প্রথম বছরে পড়তে পারবেন ১০০ জন পড়ুয়া
Last Updated:
এবার জেলাতেই চালু হচ্ছে মেডিক্যাল কলেজের পড়াশোনা। ফলে চিকিৎসকদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।
#দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার চিকিৎসা পরিষেবার মুকুটে এবার নতুন পালক। রাজ্য সরকারের উদ্যোগে এবার জেলাতেই চালু হচ্ছে মেডিক্যাল কলেজের পড়াশোনা। ফলে চিকিৎসকদের ঘাটতি অনেকটাই মিটবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।
ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক কুমার হালদার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই এই প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথম বছর ১০০ জন ছাত্রছাত্রী এই মেডিক্যাল কলেজে পড়তে পারবেন।
মেডিক্যাল কলেজের জন্য উপযুক্ত পরিকাঠামো এবং প্রয়োজনীয় সমস্ত রকম সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৮৭ জন চিকিৎসক অধ্যাপক, অধ্যাপিকা নিযুক্ত হয়েেছন।
advertisement
advertisement
এই উদ্যোগে খুশি ছাত্রছাত্রীরা। সুপার স্পেশালিটি হাসপাতালের তকমা আগেই পেয়েছিল। এবার মেডিক্যাল কলেজের পড়াশোনাও শুরু হওয়াতে খুশি ডায়মন্ড হারবারবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2019 1:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিক্যাল কলেজ, প্রথম বছরে পড়তে পারবেন ১০০ জন পড়ুয়া