Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে আগুন বিডিও অফিসের নির্বাচনী কার্যালয়ে, পুড়ে ছাই দরকারি নথি-ফাইল

Last Updated:

Massive Fire: বিডিও অফিসে আগুন ! আগুনে পুড়ে ছাই বেশ কিছু নথি ও ফাইল। ঘটনা টি ঘটেছে হুগলির পলাবা দাদপুর ব্লকের বিডিও অফিসে। ঘটনা স্থলে দলকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে অনুমান দমকলের।  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়। 

আগুন নিয়ন্ত্রণের দমকল
আগুন নিয়ন্ত্রণের দমকল
হুগলি: বিডিও অফিসে আগুন! আগুনে পুড়ে ছাই বেশ কিছু নথি ও ফাইল। ঘটনাটি ঘটেছে হুগলির পলাবা দাদপুর ব্লকের বিডিও অফিসে। ঘটনাস্থলে দলকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে অনুমান দমকলের।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, পোলবা-দাদপুর ব্লক বিডিও অফিসের ব্লকের এমজিএনআরইজিএ সেলের ঘরে মাস খানেক ধরে কন্ট্রোল রুম খুলে নির্বাচনী কাজ চলছিল। সেই ঘরে শনিবার বেলা এগারোটা নাগাদ হঠাৎ আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা অফিস। হুড়োহুড়ি লেগে যায় কর্মরত কর্মীদের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কিছু ফাইল ও নথি পুরে গেছে বলে জানা গেছে।
advertisement
advertisement
এই বিষয়ে পোলবা-দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই বলেন, সকাল এগারোটা নাগাদ আগুন লাগে। ওই ঘরে আমাদের কন্ট্রোল রুম ছিল। ২৪ ঘণ্টা কম্পিউটার পাখা চলত। দেওয়াল পাখার নীচে কম্পিউটার ছিল। সেখান থেকেই শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে বেশ কিছু ক্ষতি হয়েছে।
advertisement
এই বিষয়ে একজন দমকল আধিকারিক জানান, তাদের কাছে খবর আছে বিডিও অফিসে আগুন লেগেছে। তৎক্ষণাৎ তারা পৌঁছান ঘটনাস্থলে এসেই আগুন নেভাতে শুরু করেন। কিভাবে আগুন লেগেছে সেটা তদন্তের বিষয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সরকারি অফিসে পর্যাপ্ত আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা ছিল কিনা সেই দিকেও খতিয়ে দেখছে দমকল।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Massive Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে আগুন বিডিও অফিসের নির্বাচনী কার্যালয়ে, পুড়ে ছাই দরকারি নথি-ফাইল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement