Fire: দাউ দাউ করে জ্বলছে দোকান, সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধুলিয়ানে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি!

Last Updated:

Fire: পরিস্থিতি যখন স্বাভাবিক হবার অবস্থায়। তখন আজ সকালে ধুলিয়ান বাজারে একটা দোকানে আগুন লাগে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মুর্শিদাবাদ: ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষের সকাল থেকেই স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছিল ধুলিয়ান৷ পয়লা বৈশাখে খুলেছিল দোকানপাট, আতঙ্ক কাটিয়ে রাস্তায় বেড়েছিল মানুষের আনাগোনা।
পরিস্থিতি যখন স্বাভাবিক হবার অবস্থায়। তখন আজ সকালে ধুলিয়ান বাজারে একটা দোকানে আগুন লাগে।দোকানের মালিক সৌরভ সাহা জানিয়েছেন, এর ফলে প্রায় তার ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
advertisement
advertisement
ধুলিয়ান বাজারে প্রায় ৪০ বছরের পুরনো দোকানে আগুন লাগে। এদিন ভোর পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেউ আগুন লাগিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ।
বিধায়ক আমিরুল ইসলাম জানিয়েছেন, গুজবে কান দেবেন না। পুলিশ যথাযথ তদন্ত করছে। এদিন সকাল থেকেই হাতে মাইক নিয়ে রাস্তায় নামেন সামশেরগঞ্জের বিধায়ক। দোকান খোলার অনুরোধ জানান তিনি৷ব্যবসায়ীরা জানাচ্ছেন, তারা প্রশাসনিক নিরাপত্তায় আশ্বস্ত। তাই ধীরে ধীরে দোকান খুলছেন। রাজ্য পুলিশের কড়া নজরদারিতে ভয়ের পরিবেশ কাটছে সুতি, জঙ্গিপুরেও।
advertisement
অশান্তি ছড়ানোয় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুষ্কৃতীদেরও খোঁজ চলছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে ১০৯৩টি অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্লক করা হয়েছে। মাজমাধ্যমে গুজব ছড়িয়ে হিংসায় প্ররোচনা দেওয়ার সঙ্গে যারা যারা জড়িত, তাদের একজনকেও ছাড়া হবে না বলে হুঁশিয়ারি রাজ্য পুলিশের। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সাফ জানিয়েছেন, সুতি, সামশেরগঞ্জ এবং সংলগ্ন এলাকায় গুজবের মাধ্যমে পরিকল্পিতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছে। এই কাজে যাঁরা ইন্ধন জুগিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। কেউ ছাড় পাবে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire: দাউ দাউ করে জ্বলছে দোকান, সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধুলিয়ানে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement