যা খুশি অভিযোগ নয়, কাউন্সিলর পদের টিকিট নাকি বিক্রি হয়েছিল মেমারিতে, দাবি তৃণমূলেরই

Last Updated:

প্রায় দেড় কোটি টাকায় বিক্রি হয়েছিল মেমারি পৌরসভার কাউন্সিলর পদের টিকিট! তৃণমূল নেতার মন্তব্যে শোরগোল জেলা জুড়ে

massive allegation of selling seat councillor in purba bardhaman against tmc
massive allegation of selling seat councillor in purba bardhaman against tmc
#বর্ধমান: ১ কোটি ৪০ লক্ষ টাকায় দলের কাউন্সিলর পদের টিকিট বিক্রির বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলেরই নেতা। গত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী পদের টিকিট কেনাবেচা হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন পূর্ব বর্ধমানের মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা।
এমন দাবি করার পাশাপাশি  তিনি দলেরই পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের জেলবাসের কথা স্মরণ করিয়ে দিয়ে মেমারির এক কাউন্সিলর ও এক নেতাকে উদ্দেশ্য করে হুঁশিয়ারিও দিয়ে রাখেন। পঞ্চায়েত ভোটের আগের তৃণমূল নেতার এমন দাবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
advertisement
advertisement
কোটি টাকা দিয়ে পুরভোটে টিকিট কিনেছিলেন মেমারি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর ও এক নেতা! প্রকাশ্য সভায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দলেরই এক নেতা। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব। বিরোধীরাও এই সুযোগে এক হাত নিয়েছে তৃণমূলকে।
advertisement
শনিবার মেমারিতে কেন্দ্রীয় সরকার বিরোধী বিভিন্ন ইস্যুতে সভার আয়োজন করা‌ হয়েছিল। সেখানে তৃণমূলের মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সভাতেই তৃণমূলের মেমারি শহর সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আবদুল্লা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। মেমারির এক কাউন্সিলর ও এক নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, 'গত পুরসভা ভোটে ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনেছিলে। তোমার নেতাও ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনেছিল। আমরা সব জানি। দিঘার কোন হোটেলে রাত কাটাও সেটাও আমাদের জানা আছে।' এরপর অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জেল যাওয়ার প্রসঙ্গ টেনে এনে ওই দুই নেতাকে হুঁশিয়ারি দিয়েছেন ফারুক।
advertisement
মেমারির এই তৃণমূল নেতার এই মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। মেমারিতে সম্প্রতি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বও সামনে এসেছে। বুথ সভাপতিদের নামের তালিকা প্রকাশের পর তা আরও বেশি করে প্রকট হয়েছে। এক কাউন্সিলর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় নতুন করে রং করে সাইবোর্ড পালটে কাউন্সিলর কার্যালয় করে দিয়েছেন তা নিয়েও চলছে দলের অন্দরে লড়াই। সেই প্রসঙ্গ টেনেও এদিনের সভা থেকে অন্য কয়েকজন তৃণমূল নেতা সোচ্চার হয়েছিলেন।
advertisement
তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু ফারুক আবদুল্লার মন্তব্য প্রসঙ্গে বলেছেন, 'এখন বিরোধী বলে তো কিছু নেই। এখন সবাই তৃণমূল। কে কোথায় কী বলে দিচ্ছে তা বোঝা মুশকিল। দল পুরো বিষয়টি খতিয়ে দেখবে।' তৃণমূল সূত্রে খবর, শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে অভিযোগ যে তুলছে তা প্রমাণ করার দায়িত্বও তারই। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 'তোলাবাজি, চুরি সবেতেই সিদ্ধহস্ত তৃণমূল। দলের প্রার্থী হতে উপর তলায় টাকা দিতে হয় এই দলে। ওদের নেতারাই তা জানিয়ে দিচ্ছে।'
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যা খুশি অভিযোগ নয়, কাউন্সিলর পদের টিকিট নাকি বিক্রি হয়েছিল মেমারিতে, দাবি তৃণমূলেরই
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement