অলীকের আদালতে হাজিরাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা

Last Updated:

দশ দিনের পুলিশ হেফাজতের পরে আজ অলীক চক্রবর্তীকে বারুইপুর আদালতে তোলা হয় ৷ কাশিপুর থানার পুলিশ তাকে আদালতে তোলে ৷

#বারুইপুর: দশ দিনের পুলিশ হেফাজতের পরে আজ অলীক চক্রবর্তীকে বারুইপুর আদালতে তোলা হয় ৷ কাশিপুর থানার পুলিশ তাকে আদালতে তোলে ৷ তাঁর বিরুদ্ধে মঙ্গলবার ১০ টি মামলার শুনানি হয় । যার মধ্যে আটটি কেসের জন্য ১৪ দিনের জেল হয়েছে তার ৷
পুলিশের বন্দুক ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অলীককে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷ অপর একটি মামলায় ২ হাজার টাকার বণ্ডে জামিন পান অলীক ৷ কিন্তু ওই কেসে চার্জশিট না পাওয়া পর্যন্ত ভাঙর ও কাশিপুর থানা এলাকায় ঢুকতে না পারার নিষেধাজ্ঞা জরি করে বারুইপুর মহকুমার আদালতের বিচারক । এদিকে আজ সকাল থেকে বারুইপুর আদালত চত্বরে ছিল নিরাপত্তার কড়াকড়ি ।
advertisement
আজ অলীক চক্রবর্তীকে একবার দেখার জন্য ভাঙরের পাওয়ার গ্রিড বিরোধী কয়েক’শো গ্রামবাসী ভিড় জমায় আদালত চত্বরে । শুনানির সময় এজলাসে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আদালতের পুলিশদের ৷ পরে অলীককে বের করে নিয়ে যাওয়ার সময় কয়েক’শো গ্রামবাসী ও বিভিন্ন গণ সংগঠনের লোকজন স্লোগান দিতে শুরু করেন ৷ সেই সময়ই পুলিশ আধিকারিকদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা শুরু হয় ৷ ঘটনাস্থলে আসে ডিএসপি ক্রাইম, এসডিপিও বারুইপুর ও বারুইপুর আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ৷ এরপর কড়া নিরাপত্তায় অলীক চক্রবর্তীকে আদালত চত্বর থেকে বের করা হয় ৷ অলীক চক্রবর্তীর মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই ৷ সেদিন যাতে আর কোনও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় ৷ সেই কারণে আগেভাগেই নিরাপত্তা আরও আঁটসাঁটো করার ভাবনাচিন্তা করা হচ্ছে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অলীকের আদালতে হাজিরাকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement