হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিয়ের আসরে হাজির হয়ে নাবালিকার বিয়ে রুখল হরিহরপাড়া থানার পুলিশ প্রশাসন

বিয়ের আসরে হাজির হয়ে নাবালিকার বিয়ে রুখল হরিহরপাড়া থানার পুলিশ প্রশাসন

গোপন সূত্রে খবর পেয়ে সটান বিয়ের আসরে এসে হাজির হয় হরিহরপাড়া থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস এর নেতৃত্বে পুলিশ কর্তারা ।

  • Share this:

#হরিহরপাড়া: চারিদিকে আত্মীয়-পরিজনের আনাগোনা আর ভুরি ভোজের আয়োজনে সবেমাত্র জমে উঠেছিল নাবালিকার বিয়ের আসর। তবে এতকিছুর পরেও শুক্রবার শেষ রক্ষা হলো না হরিহরপাড়া থানার চোয়া মাঠপাড়া এলাকায় নবম শ্রেণীর পড়ুয়া নাবালিকার বিয়ে। গোপন সূত্রে খবর পেয়ে  সটান  বিয়ের আসরে এসে হাজির হয় হরিহরপাড়া  থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস এর নেতৃত্বে পুলিশ কর্তারা । আর তাতেই মাঝপথে বন্ধ হল নাবালিকার বেআইনি বিয়ে।

নাবালিকা মেয়ে পদ্মনাভপুর হাই মাদ্রাসার নবম শ্রেণির পড়ুয়ার সাথে বিয়ে ঠিক হয় ডোমকল এর বাসিন্দা আজিজ মিয়ার সাথে । পরিবারের ইচ্ছে মোতাবেক বিয়ের আসর সাজিয়ে ধুমধাম করে পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়-পরিজনদের নিয়ে শুরু হয়েছিল বিয়ে। আর অমনি মাঝপথেই সেখানে এসে হাজির খাকি উর্দি ধারীদল। প্রথমে পুলিশ  প্রশাসনের কর্তাদের দেখে খানিকটা হতভম্ব হয়ে যায় কনের বাবা। তারপরেই তাদের এই বেআইনি বিয়ের ব্যাপারে পুলিশের তরফে জবাবদিহি চাওয়া হলে রীতিমত নিজেদের দোষ স্বীকার করতে বাধ্য হয় নাবালিকার পরিবার। এখানেই শেষ নয় মুচলেকা দিয়ে ১৮ বছরের আগে কখনোই মেয়ের বিয়ে দেবে না এমন প্রতিশ্রুতি প্রশাসনকে দেয় নাবালিকার পরিবার। তারপরেই বন্ধ হয় নাবালিকার বিয়ে।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Minor Marriage