Marriage: এমন ভাবে বিয়ে করতে যাওয়া! হুগলির ইউটিউবার এবার বিয়েতে যা করলেন, রাস্তার লোক পর্যন্ত গড়িয়ে পড়ছে হাসিতে

Last Updated:

Marriage: ইউটিউবার রনবীর ইলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশে চর্চায় রয়েছেন। আর পে লোডার চড়ে অভিনব ভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চায় ইউটিউবার কুন্তল সাহা।

অভিনব ভাবে যাচ্ছে বরযাত্রী!
অভিনব ভাবে যাচ্ছে বরযাত্রী!
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: রাত পোহালেই ছিল ভালবাসার দিন। তার আগে পে লোডারে চেপে (মাটি কাটার যন্ত্র) ভালবাসার মানুষকে বিয়ে করতে চললেন ইউটিউবার। ঘোড়ার গাড়ি,পালকি, এমনকি গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে যেতে দেখা যায়। কিন্তু পে লোডারে চেপে বিয়ে করতে যাওয়া! অভিনবই বটে!
ইউটিউবার রনবীর ইলাহাবাদিয়া তার বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশে চর্চায় রয়েছেন। আর পে লোডার চড়ে অভিনব ভাবে বিয়ে করতে যাওয়ার জন্য হুগলিতে চর্চায় ইউটিউবার কুন্তল সাহা। খাদিনা মোড়ের বাসিন্দা কুন্তল একজন ইউটিউবার। তার মনের মানুষ বুনোকালীতলার পায়েল সাধুখাঁর সঙ্গে আট বছর আগে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রথম আলাপ। আর আরেক ভ্যালেনটাইন ডে-র আগের দিন তাকেই বিয়ে করছেন কুন্তল।
advertisement
advertisement
বর, নিতবর পে লোডারের সামনে বসে। আর ব্যান্ড পার্টির সঙ্গে চলেছে বরযাত্রী। খাদিনা মোড় থেকে যখন চুঁচুড়া তোলাফটকের দিকে যাচ্ছে মাটির কাটার যন্ত্র, তাতে সওয়ার টোপর মাথায় বর। তা দেখতে রাস্তার দুপাশে লোক দাঁড়িয়ে পড়েছে। অনেকে হাসাহাসি করছে। কী দিন এল, আরও কত কী দেখতে হবে, এমন বলছেন অনেকেই। ঢের ঢের বরযাত্রী দেখেছেন শহরবাসী। কিন্তু এমন বিয়ে যে দেখেননি।
advertisement
বরের অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। ইউটিউবার বলেন, ”মানুষের হাতের পাঁচটা আঙুল সমান হয় না। আমার পরিবার, বন্ধুবান্ধব আনন্দ পাচ্ছে। রাস্তায় যারা দেখছে তারা আনন্দ পাচ্ছে, এটাই অনেক। কে কী ভাবল, কে ট্রোল করল, ডোন্ট কেয়ার।” তাই বরের বিয়ে করতে যাওয়ার জন্য মগড়া থেকে পে লোডার ভাড়া করে আনা হয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Marriage: এমন ভাবে বিয়ে করতে যাওয়া! হুগলির ইউটিউবার এবার বিয়েতে যা করলেন, রাস্তার লোক পর্যন্ত গড়িয়ে পড়ছে হাসিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement