মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত, বাংলা লুঠতে এসে দুর্গাপুজো চালু করেন বর্ধমানে

Last Updated:

লুঠতে এসেছিলেন বাংলাকে। সঙ্গে ছিল আরাধ্যা দেবী দুর্গা। প্রথমবার পুজো করেছিলেন। দ্বিতীয়বার আর পারেননি।

#দাঁইহাট: লুঠতে এসেছিলেন বাংলাকে। সঙ্গে ছিল আরাধ্যা দেবী দুর্গা। প্রথমবার পুজো করেছিলেন। দ্বিতীয়বার আর পারেননি। বাংলার নবাব আলিবর্দির তাড়ায় বাংলা ছাড়া হয়েছিলেন মরাঠা দস্যু ভাস্কর পণ্ডিত। ভাস্কর নেই। কিন্তু তাঁর দুর্গা এখনও পুজিত হন। পূর্ব বর্ধমানের দাঁইহাট। স্থানীয় সাবেকবাটি গ্রাম। অঞ্চলের মহিলারাই আজ ভাস্কর পণ্ডিতের দেবী দুর্গার বাহক।
১৭৪১ সাল৷ বর্গি এল বাংলায়। সূদুর মরাঠা থেকে নবাবের বাংলাকে লুঠতে এলেন দস্যু ভাস্কর পন্ডিত। ডেরা করেছিলেন অখণ্ড বর্ধমানের দাঁইহাটে। গঙ্গার ধারের সাবেকবাটি গ্রামে শুরু করেছিলেন দুর্গাপুজো। পরের বছর সাতাশে সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেছিলেন সোনার দুর্গা। ইতিহাস বলে, এই পুজো আর শেষ হয়নি। ভাস্করকে উৎখাত করতে দাঁইহাটে সেনা পাঠান বাংলার নবাব আলিবর্দি খান। তাই অষ্টমীর পুজো অসম্পূর্ণ রেখেই পালিয়েছিলেন ভাস্কর।
advertisement
লুঠেরা ভাস্কর নেই। কিন্তু দুশো আটাত্তর বছর পর রয়ে গিয়েছে তাঁর দুর্গা। দেবীদের হাতেই। এককথায় খণ্ডহর। কিন্তু পুজোর পাঁচদিন একেবারে অন্যরকম সাবেকবাটির এই পুজো দালান। গত বিশ বছর এলাকার মেয়েরাই দায়িত্ব নিয়েছেন মায়ের পুজোর। দস্যুর সোনার দুর্গা, আজ তাঁদের ঘরের উমা। ছেলেরা হাত বাড়ালেও এলাকার নারী শক্তির কাঁধেই এই পুজো। তাই পঞ্চমী থেকেই শুরু হয়ে যায় উৎসব। দস্যুর পুজো। কিন্তু হয় না কোনও বলি। বরং নবমীর দিন রীতি মেনে কুমারী পুজো।
advertisement
advertisement
সুড়কির দেওয়ালে আজ বয়সের ছাপ। আগাছার গা বেয়ে দেখা যায় নীল আকাশ। আর কয়েকদিন পরেই বাদ্যি বাজবে সাবেকবাটিতে। নতুন করে সাজবে এই দালান। কাসর-ঘণ্টার আওয়াজে নতুন রূপ পাবে ভাস্করের দুর্গা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিত, বাংলা লুঠতে এসে দুর্গাপুজো চালু করেন বর্ধমানে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement