Mango Festival: আম খেতে ভালবাসেন! কতরকম আম খেয়েছেন, ৩ নাকি ৪, এখানে মিলছে ১০০ রকমের আম

Last Updated:

Mango Festival: দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির আম নিয়ে শুরু আম উৎসব ২০২৫

+
আমের

আমের উৎসব 

মুর্শিদাবাদ: ফলের রাজা আম। শহর জুড়ে এখন আমের মরসুম। হাওয়ায় এখন শুধুই আমের গন্ধ। বাজার এখন দখল করে রেখেছে নানা ধরনের আম। তাই আমের ফেস্টিভ্যাল আয়োজন মুর্শিদাবাদে।
ফলের রাজা আম, প্রধানত মালদা এবং মুর্শিদাবাদের আম সারা বিশ্বে বিখ্যাত। আর সেই নবাবের জেলায় বিভিন্ন প্রজাতির আম নিয়ে শুরু হল আম উৎসবের। ভগবানগোলা হাইস্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে দু’দিন ব্যাপী আম উৎসব ২০২৫ চলছে। ভগবানগোলা ব্লক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে স্থানীয় কৃষকদের চাষ করা ১০০টিরও বেশি দেশি-বিদেশি আমের প্রদর্শনী মন কেড়েছে দর্শনার্থীদের।
advertisement
আমের রকমারি পদ খেতে চান? হিমসাগর, গোলাপখাস, ল্যাংড়া, ফজলি, লক্ষণভোগের আস্বাদনে ঝাঁপিয়ে পড়ার সুযোগ আমপ্রেমীদের। কিংবা ধরুন এক্কেবারে খাঁটি আমের আস্বাদ নিতে চান? যেমন ল্যাংড়া, গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর, আম্রপালি৷ বিভিন্ন ধরনের আমের সম্ভার নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছে। নবাবের জেলা মুর্শিদাবাদে বাসিন্দাদের ভেষজ ও সারবিহীন পণ্য উপহার দিতে এই উদ্যোগের আয়োজন করা হয়েছিল বিশেষ আম উৎসবের। আর হাতের কাছে এমন সুবর্ণ সুযোগ পেয়ে শহরের বাসিন্দারাও তা হাতছাড়া করেননি।
advertisement
advertisement
আম উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন লালবাগের SDPO বনমালী রায়। ভগবানগোলার SDPO বিমান হালদার, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন পরামানিক, বিধায়ক রেয়াত হোসেন সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
advertisement
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই উৎসব শুধু প্রদর্শনী নয়, বরং ভগবানগোলার কৃষি, অর্থনীতি ও পর্যটনের সম্মিলিত পরিচিতি ঘটাতেই এই উদ্যোগ। আমপ্রেমীরা প্রদর্শনী দেখতে ও আমের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন উৎসব প্রাঙ্গণে।
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Festival: আম খেতে ভালবাসেন! কতরকম আম খেয়েছেন, ৩ নাকি ৪, এখানে মিলছে ১০০ রকমের আম
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement