Mandarmani: মহিলাকে কেন নিয়ে গিয়েছিলেন মন্দারমণি? হোটেলের ঘরে তৃণমূল নেতা খুনে সামনে এল ভয়ঙ্কর কারণ

Last Updated:

Mandarmani: তৃণমূল নেতার পরিবারের অভিযোগ ভিত্তিতে অতাউর মণ্ডল ও তনুশ্রী মুখ্যপাধ্যায়কে গ্রেফতার করে মন্দারমণি থানার পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পঙ্কজ দাশ রথী, মন্দারমণি: মন্দারমণিতে ঘুরতে গিয়ে হোটেলে খুন হয়েছিলেন আমডাঙার তৃণমূল নেতা! আমডাঙ্গার আদহাটা পঞ্চায়েতের উপ প্রধানের স্বামী আবুল নাসারের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় গ্রেফতার অতাউর মণ্ডল ও তনুশ্রী মুখ্যপাধ্যায়কে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ওই ঘটনায় আসামি পক্ষের আইনজীবী ইকবাল হোসেন মৃত তৃণমূল নেতাকে তনুশ্রী মুখোপাধ্যায়ের পুরনো প্রেমিক বলে জানান এবং তনুশ্রীকে বিয়ে করবেন বলে কথাও দিয়েছিলেন। সেই কারণেই মন্দারমণির হোটেলে ডেকেছিলেন বিয়ে করার জন্য। তারপরেই ঘটে এই ঘটনা।
তৃণমূল নেতার পরিবারের অভিযোগ ভিত্তিতে অতাউর মণ্ডল ও তনুশ্রী মুখ্যপাধ্যায়কে গ্রেফতার করে মন্দারমণি থানার পুলিশ। আজ তাঁদের আদালতে তোলা হলে তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
advertisement
জানা গিয়েছে, দুদিন আগে প্রতিবেশী এক যুবক ও ওই মহিলাকে নিয়ে মন্দারমণি এসেছিলেন আমডাঙার আবুল নাশার। আবুলের বয়স প্রায় ৩৫। আবুল জমিজমা সংক্রান্ত ব্যবসা করতেন। বাড়ি থেকে মন্দারমণি আসার সময় বলে এসেছিলেন, ব্যবসার বিষয়ে বাইরে যাচ্ছেন তিনি। তারপর এই মৃত্যুর ঘটনার খবর পায় পরিবার সহ তার বন্ধু-বান্ধবরা।
advertisement
তবে এর পেছনে কোন রাজনৈতিক ব্যাপার নেই বলে জানাচ্ছেন বারাসাতের তৃণমূলের নেতা ফইদুল। মন্দারমণি থানার পুলিশ ওই মহিলা ও যুবককে আটক করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mandarmani: মহিলাকে কেন নিয়ে গিয়েছিলেন মন্দারমণি? হোটেলের ঘরে তৃণমূল নেতা খুনে সামনে এল ভয়ঙ্কর কারণ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement